ময়মনসিংহ প্রতিনিধি
জমি নিয়ে বিরোধে ময়মনসিংহের মুক্তাগাছায় সহকারী রাজস্ব কর্মকর্তা রিয়াজুল হক রিয়াদকে (৩১) হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীর মা রুবিনা ইয়াসমিন।
ঘটনাটি ঘটে গতকাল শনিবার রাতে কেশবপুর চেচুয়া বাজার হাজী মার্কেটের সামনে।
রিয়াজুল হক ৩৫তম বিসিএস নন–ক্যাডার থেকে জাতীয় রাজস্ব বোর্ডে নিয়োগ পান। তিনি উপজেলার দুল্লা ইউনিয়নের চণ্ডীমণ্ডপ গ্রামের মৃত শামসুল হকের ছেলে।
অভিযোগ সূত্র জানা যায়, বাদী রুবিনা ইয়াসমিন বিবাদী বিল্লাল হোসেন (৫৫) ও তাঁর ছেলে মো. নাহিদ (২৮) একই এলাকার বাসিন্দা। বিল্লাল ও তাঁর ছেলে এলাকায় চিহ্নিত মাদক কারবারি। নাহিদ ধর্ষণচেষ্টা মামলার আসামি। ২০১৬ সালে তাঁর (বাদী) স্বামী মারা যান। এর পর থেকে বিল্লাল হোসেন তাঁর জমি দখলের চেষ্টা করে আসছেন।
ঘটনার দিন শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে জমি নিয়ে বিরোধে কথা-কাটাকাটির একপর্যায়ে বিল্লাল হোসেন তাঁর লোকজন নিয়ে রিয়াদের ওপর হামলা করে গুরুতর আহত করেন। পরে স্থানীয়রা রিয়াদকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
আহত রিয়াজুল হক রিয়াদ বলেন, ‘আমার মাকে মেরে ফেলার টার্গেট নিয়ে তারা হামলা করেছে। লোহার রড দিয়ে মাথা ও শরীরে এলোপাতাড়ি মারতে থাকলে লোকজন এসে রক্ষা করে। পরে হাসপাতালে ভর্তি হলে চারটি সেলাই লাগে।’ এ বিষয়ে কথা বলতে অভিযুক্তদের মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে রিসিভ না করায় তাঁদের বক্তব্য জানা যায়নি।
মুক্তাগাছা থানার উপপরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর আলম আজকের পত্রিকাকে বলেন, ‘অভিযোগের পরিপ্রেক্ষিতে মামলা রুজু হবে। ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে, এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।’
জমি নিয়ে বিরোধে ময়মনসিংহের মুক্তাগাছায় সহকারী রাজস্ব কর্মকর্তা রিয়াজুল হক রিয়াদকে (৩১) হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীর মা রুবিনা ইয়াসমিন।
ঘটনাটি ঘটে গতকাল শনিবার রাতে কেশবপুর চেচুয়া বাজার হাজী মার্কেটের সামনে।
রিয়াজুল হক ৩৫তম বিসিএস নন–ক্যাডার থেকে জাতীয় রাজস্ব বোর্ডে নিয়োগ পান। তিনি উপজেলার দুল্লা ইউনিয়নের চণ্ডীমণ্ডপ গ্রামের মৃত শামসুল হকের ছেলে।
অভিযোগ সূত্র জানা যায়, বাদী রুবিনা ইয়াসমিন বিবাদী বিল্লাল হোসেন (৫৫) ও তাঁর ছেলে মো. নাহিদ (২৮) একই এলাকার বাসিন্দা। বিল্লাল ও তাঁর ছেলে এলাকায় চিহ্নিত মাদক কারবারি। নাহিদ ধর্ষণচেষ্টা মামলার আসামি। ২০১৬ সালে তাঁর (বাদী) স্বামী মারা যান। এর পর থেকে বিল্লাল হোসেন তাঁর জমি দখলের চেষ্টা করে আসছেন।
ঘটনার দিন শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে জমি নিয়ে বিরোধে কথা-কাটাকাটির একপর্যায়ে বিল্লাল হোসেন তাঁর লোকজন নিয়ে রিয়াদের ওপর হামলা করে গুরুতর আহত করেন। পরে স্থানীয়রা রিয়াদকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
আহত রিয়াজুল হক রিয়াদ বলেন, ‘আমার মাকে মেরে ফেলার টার্গেট নিয়ে তারা হামলা করেছে। লোহার রড দিয়ে মাথা ও শরীরে এলোপাতাড়ি মারতে থাকলে লোকজন এসে রক্ষা করে। পরে হাসপাতালে ভর্তি হলে চারটি সেলাই লাগে।’ এ বিষয়ে কথা বলতে অভিযুক্তদের মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে রিসিভ না করায় তাঁদের বক্তব্য জানা যায়নি।
মুক্তাগাছা থানার উপপরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর আলম আজকের পত্রিকাকে বলেন, ‘অভিযোগের পরিপ্রেক্ষিতে মামলা রুজু হবে। ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে, এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।’
হাটের নির্দিষ্ট কোনো দিন নেই। মূলত চাষাবাদের মৌসুম শেষে কিংবা জমি প্রস্তুতির সময় এখানে ভিড় বাড়ে। ঈশ্বরগঞ্জ ও নান্দাইল ছাড়াও পাশের ত্রিশাল, গফরগাঁও, হোসেনপুর, তাড়াইল ও গৌরীপুরের কৃষকেরাও কম দামে কৃষিযন্ত্র কিনতে আসেন।
১ মিনিট আগেগত ২৮ জুলাই নাট্যকলা বিভাগের শিক্ষক নিয়োগের লিখিত, মৌখিক ও প্রেজেন্টেশন পরীক্ষায় তারা উত্তীর্ণ হন। পরে নিয়ম অনুযায়ী ডোপ টেস্টে অংশ নিলে দুজনের শরীরে গাঁজা জাতীয় মাদকের উপস্থিতি মেলে।
৪ মিনিট আগেমুফিজুল হক সিকদার দীর্ঘদিন ধরে শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন। শুক্রবার (৮ আগস্ট) আসরের নামাজের পর রাউজান উপজেলার নোয়াজিশপুর ইউনিয়নের ফতেহনগর গ্রামের ফতেহ মোহাম্মদ সিকদার বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
৯ মিনিট আগেসুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২ শিক্ষার্থীসহ ৩ জনের প্রাণ কেড়ে নেওয়া ঘাতক বাসচালককে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব। বৃহস্পতিবার দিবাগত রাতে সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জাকির আলম (৩৫) সিলেটের বিশ্বনাথের...
১ ঘণ্টা আগে