Ajker Patrika

বন্যার্তদের জন্য বিভিন্ন সামগ্রী সংগ্রহ করে পৌঁছে দিলেন ২ পাঠকবন্ধু

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
বন্যার্তদের জন্য বিভিন্ন সামগ্রী সংগ্রহ করে পৌঁছে দিলেন ২ পাঠকবন্ধু

আজকের পত্রিকার পাঠক ফোরাম ‘পাঠকবন্ধু’ নান্দাইল শাখার দুই সদস্য বন্যার্তদের জন্য কাপড়, শুকনো খাবার, স্যালাইন ও সুরক্ষা সামগ্রী বিতরণ করেছেন। সম্প্রতি পাঠকবন্ধুর সদস্য বিধান কৃষ্ণ গোস্বামী ও সানজিদা ইসলাম ছোঁয়া উপজেলার বিভিন্ন জায়গা থেকে নিজ উদ্যোগে এসব সংগ্রহ করেন।

পাঠকবন্ধুর সদস্যরা বন্যার্ত পাঁচ শ পরিবারের জন্য শুকনো খাবার, খাবার পানি, সুরক্ষা সামগ্রী ও ৫ হাজার ব্যবহার উপযোগী কাপড় সংগ্রহ করেন। সম্প্রতি এসব সামগ্রী নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনীর বন্যার্তদের মাঝে বিতরণ করা হয়। এ কাজে তাঁদের সহযোগিতা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরুণ কৃষ্ণ পাল ও নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মজিদ।

বন্যার্তদের জন্য কাপড় সংগ্রহ করে পৌঁছে দিলেন ২ পাঠকবন্ধু। ছবি: আজকের পত্রিকানান্দাইল শাখার পাঠকবন্ধু বিধান কৃষ্ণ গোস্বামী বলেন, ‘আমরা চেষ্টা করেছি বন্যার্তদের জন্য একটু সহযোগিতা করার। বন্যাকবলিত এলাকার শিশু ও নারীদের প্রাধান্য দিয়ে সুরক্ষা সামগ্রী, শুকনো খাবার, খাবার পানি ও ব্যবহারযোগ্য কাপড় পৌঁছে দিয়েছি। মহৎ এ কাজে অনেকেই সহযোগিতা করেছেন। আমরা তাঁদের প্রতি কৃতজ্ঞ।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

মৌচাকে হাসপাতালের পার্কিংয়ে প্রাইভেট কার থেকে উদ্ধার দুই মরদেহের পরিচয় মিলেছে

চলন্ত বাইকে বাঁধা নারীর লাশ, পুলিশের ধাওয়া

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত