Ajker Patrika

ময়মনসিংহে ৬ মামলায় স্থায়ী জামিন পেলেন মোসাদ্দেক আলী ফালু

ময়মনসিংহ প্রতিনিধি
আপডেট : ২৮ আগস্ট ২০২৪, ১৫: ২৭
ময়মনসিংহে ৬ মামলায় স্থায়ী জামিন পেলেন মোসাদ্দেক আলী ফালু

ময়মনসিংহে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা ছয় মামলায় স্থায়ী জামিন পেয়েছেন এনটিভির চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক আলী ফালু। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে তিনি ময়মনসিংহের বিশেষ জজ আদালতে উপস্থিত হয়ে জামিনের প্রার্থনা করলে বিচারক ফারহানা ইয়াসমিন তাঁকে স্থায়ী জামিন দেন।

২০১৭ সালের ২৯ আগস্ট ময়মনসিংহের ভালুকা থানায় দুদকের ময়মনসিংহ সমন্বিত জেলা কার্যালয়ের সরকারি পরিচালক মাসুদুর রহমান বাদী হয়ে মোসাদ্দেক আলীর নামে দুই দফায় ছয়টি মামলা করেন। ভালুকায় জমি ক্রয়সংক্রান্ত বিষয়ে বাদী হয়ে দুদকের এই কর্মকর্তা এনটিভির চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক আলীর বিরুদ্ধে মামলাগুলো করেন। মামলাগুলো ময়মনসিংহের বিশেষ জজ আদালতে চার্জ গঠনের জন্য প্রক্রিয়াধীন ছিল।

মামলার বিবরণের বরাত দিয়ে মোহাম্মদ মোসাদ্দেক আলীর আইনজীবী আনোয়ার আজিজ টুটুল আজকের পত্রিকাকে বলেন, এনটিভির চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক আলী ঘটনার প্রায় পাঁচ মাস ২০ দিন আগে দেশের বাইরে যান। অর্থাৎ ২০১৭ সালের ৯ মে তিনি দেশের বাইরে যান। মামলা করা হয় ওই বছরের ২৯ অক্টোবর। তাতে বোঝা যায়, বিগত সরকারের আমলে করা মামলাগুলো ছিল মিথ্যা, হয়রানি ও ষড়যন্ত্রমূলক। কারণ ঘটনার সময় তিনি দেশেই ছিলেন না।

আনোয়ার আজিজ টুটুল আরও বলেন, এসব মামলায় মোসাদ্দেক আলী আর্থিক ও সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। দণ্ডবিধি ও ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারায় মামলাগুলো করেছিলেন দুদকের সহকারী পরিচালক মাসুদুর রহমান। সাজানো মামলা হওয়ায় শুনানি শেষে বিচারক তাঁকে স্থায়ী জামিন দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত