৭ দিনে মারা গেছে ৩ নবজাতক, বেঁচে থাকা শিশুর চিকিৎসা করাতে গিয়ে নিঃস্ব পরিবার
হাসান আলী বলেন, ‘পরপর দুবার অকাল গর্ভপাত হয় রজনীর। পরের বছর আবার গর্ভধারণ করেন তিনি। পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায়, রজনীর গর্ভে রয়েছে চার সন্তান। এই সংবাদ শোনার পর স্বজনেরা ছিলেন উচ্ছ্বসিত। ঢাকার কয়েকটি হাসপাতালে দেখানো হয় রজনীকে। তাতে অনেক টাকা খরচ হয়ে যায়। ধারদেনা করে চিকিৎসা করাতে হয়।’