Ajker Patrika

যেখানেই দুর্নীতি, সেখানেই প্রতিরোধ: জনপ্রশাসনমন্ত্রী

মেহেরপুর প্রতিনিধি
আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৪, ১৯: ০১
যেখানেই দুর্নীতি, সেখানেই প্রতিরোধ: জনপ্রশাসনমন্ত্রী

জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, ‘যেখানেই দুর্নীতি, সেখানেই প্রতিরোধ। যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠবে–তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ডিজিটালাইজেশনের মাধ্যমে প্রতিটি দপ্তরকে দুর্নীতিমুক্ত করা হবে। দুর্নীতিমুক্ত দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী।’ 

আজ বৃহস্পতিবার মেহেরপুর সার্কিট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এর আগে জনপ্রশাসনমন্ত্রী জেলা সার্কিট হাউসে পৌঁছালে পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে। 

জনপ্রশাসনমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুর সোনার বাংলা ও স্মার্ট বাংলাদেশ গড়তে হলে দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া যাবে না। ২০০৯ সালে থেকে এ যাত্রা শুরু হয়েছে। মানুষের জীবনমান উন্নয়নে যে বাধাগুলো আসবে, সেগুলো এ পাঁচ বছরে মোকাবিলা করা হবে। আর এ যাত্রার মূল বাধা অনিয়ম-দুর্নীতি।’ তিনি সেগুলোকে কঠোর হস্তে দমন করার প্রত্যয় ব্যক্ত করেন। সেবার মান বৃদ্ধি ও দ্রুত সেবা প্রদান করতে পারলে দেশকে দুর্নীতিমুক্ত করা সম্ভব বলেও মনে করেন মন্ত্রী। 

এ সময় মেহেরপুর জেলা প্রশাসক শামীম হাসান, পুলিশ সুপার এস এম নাজমুল হক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক প্রমুখ উপস্থিত ছিলেন। পরে মন্ত্রী শহরের ড. সামসুজ্জোহা পার্কে এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেটের ক্ষুধায় খেয়েছেন ২৯ চামচ, ১৯ টুথব্রাশ

জাতিসংঘে বিশাল বহর নিয়ে গিয়ে পতিত সরকারের চর্চা করল অন্তর্বর্তী সরকার: টিআইবি

স্ত্রীকে নিয়ে টানাটানি করা সেই দুই পুরুষের জামিন, কারাফটকে উত্তেজনা

উত্তর দিক থেকে সিগন্যাল নেই—শাপলা প্রতীক না পাওয়ার কারণ জানালেন হাসনাত

জোর করে বৃদ্ধের চুল কেটে দেওয়া বেআইনি ও সুস্পষ্ট মানবাধিকার লঙ্ঘন— ভাইরাল ভিডিও নিয়ে আসক

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত