গাংনী (মেহেরপুর) প্রতিনিধি
মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া গ্রামের হাসান আলী ও রজনী খাতুন দম্পতির সংসারে গত ১ জানুয়ারি চার সন্তানের জন্ম হয়। এই খবরে পরিবারের সবাই ছিল আনন্দে আত্মহারা। কিন্তু সেই আনন্দ মাত্র সাত দিনের ব্যবধানে বিষাদে পরিণত হয়। একে একে মারা যায় তিন সন্তান। অপর সন্তান বেঁচে থাকলেও তার চিকিৎসায় বিপুল পরিমাণ টাকা খরচ করতে হয়। তাতে দেনার ভারে জর্জরিত হয়ে পড়েন হাসান। একদিকে তিন সন্তানের মৃত্যু, অন্যদিকে টাকার চাপে মানসিকভাবে ভেঙে পড়েছেন তাঁরা।
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খলিশাকুণ্ডি গ্রামের মৃত আব্দুল মান্নানের মেয়ে রজনী খাতুনের সঙ্গে তিন বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয় মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া গ্রামের নূর মোহাম্মদের ছেলে হাসান আলীর।
হাসান আলী বলেন, ‘পরপর দুবার অকাল গর্ভপাত হয় রজনীর। পরের বছর আবার গর্ভধারণ করে। পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায়, রজনীর গর্ভে রয়েছে চার সন্তান। এই সংবাদ শোনার পর স্বজনেরা ছিল উচ্ছ্বসিত। ঢাকার কয়েকটি হাসপাতালে দেখানো হয় রজনীকে। তাতে অনেক টাকা খরচ হয়ে যায়। ধারদেনা করে চিকিৎসা করাতে হয়।’
হাসান আলী আরও বলেন, ‘গত ১ জানুয়ারি রজনীর কোলজুড়ে আসে তিন ছেলে ও এক মেয়ে। নাম রাখা হয় রেজওয়ান, রাইয়ান, রাফসান ও সুমাইয়া। ওই রাতেই সুমাইয়া মারা যায়। ৭ জানুয়ারি মারা যায় রাইয়ান ও রাফসান। সন্তান প্রসবের আনন্দ নিমেষেই বিষাদে পরিণত হয়। গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসা চলতে থাকে রেজওয়ানের। এক সন্তানকে বাঁচিয়ে রাখতে অনেক কিছুই বিক্রি করতে হয়। এখন রেজওয়ান একটু সুস্থ। স্ত্রীরও চিকিৎসা চলছে। তবে ঘাড়ে রয়েছে দেনার বোঝা। সমাজের বিত্তবানেরা আমাকে সহযোগিতা করলে অনেক উপকার হবে।’
হাসানের স্ত্রী রজনী খাতুন বলেন, ‘ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভালো চিকিৎসা না পেয়ে প্রাইভেট ক্লিনিকে ভর্তি হতে হয়। তাতে অনেক টাকা চলে যায়। আল্লাহ আমার তিন সন্তান নিয়ে গেছে, একটি বেঁচে আছে। সবাই আমার সন্তানটির জন্য দোয়া করবেন, আল্লাহ যেন বাঁচিয়ে রাখে।’
তেঁতুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নাজমুল হুদা বিশ্বাস বলেন, ‘আমার ব্যক্তিগত এবং ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে যতটুকু পারি পরিবারটিকে সহযোগিতা করব।’
গাংনী উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরশাদ আলী বলেন, প্রতিটি সরকারি হাসপাতালে সমাজসেবা অধিদপ্তরের শাখা রয়েছে। সেখানে যোগাযোগ করলে তিনি সহযোগিতা পাবেন। তা ছাড়া তিনি সন্তানের চিকিৎসার জন্য আবেদন করলে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।
এ বিষয়ে জানতে চাইলে গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রীতম সাহা আজকের পত্রিকাকে বলেন, ‘পরিবারের পক্ষ থেকে একটি আবেদন পেয়েছি। পরিবারটিকে সহযোগিতা করা হবে। আর সন্তান হারানোর বেদনা যে বাবা-মায়ের জন্য কত কষ্টের, তা বলে বোঝানো সম্ভব নয়। যে সন্তানটি বেঁচে আছে, তার সুস্থতা কামনা করছি।’
মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া গ্রামের হাসান আলী ও রজনী খাতুন দম্পতির সংসারে গত ১ জানুয়ারি চার সন্তানের জন্ম হয়। এই খবরে পরিবারের সবাই ছিল আনন্দে আত্মহারা। কিন্তু সেই আনন্দ মাত্র সাত দিনের ব্যবধানে বিষাদে পরিণত হয়। একে একে মারা যায় তিন সন্তান। অপর সন্তান বেঁচে থাকলেও তার চিকিৎসায় বিপুল পরিমাণ টাকা খরচ করতে হয়। তাতে দেনার ভারে জর্জরিত হয়ে পড়েন হাসান। একদিকে তিন সন্তানের মৃত্যু, অন্যদিকে টাকার চাপে মানসিকভাবে ভেঙে পড়েছেন তাঁরা।
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খলিশাকুণ্ডি গ্রামের মৃত আব্দুল মান্নানের মেয়ে রজনী খাতুনের সঙ্গে তিন বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয় মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া গ্রামের নূর মোহাম্মদের ছেলে হাসান আলীর।
হাসান আলী বলেন, ‘পরপর দুবার অকাল গর্ভপাত হয় রজনীর। পরের বছর আবার গর্ভধারণ করে। পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায়, রজনীর গর্ভে রয়েছে চার সন্তান। এই সংবাদ শোনার পর স্বজনেরা ছিল উচ্ছ্বসিত। ঢাকার কয়েকটি হাসপাতালে দেখানো হয় রজনীকে। তাতে অনেক টাকা খরচ হয়ে যায়। ধারদেনা করে চিকিৎসা করাতে হয়।’
হাসান আলী আরও বলেন, ‘গত ১ জানুয়ারি রজনীর কোলজুড়ে আসে তিন ছেলে ও এক মেয়ে। নাম রাখা হয় রেজওয়ান, রাইয়ান, রাফসান ও সুমাইয়া। ওই রাতেই সুমাইয়া মারা যায়। ৭ জানুয়ারি মারা যায় রাইয়ান ও রাফসান। সন্তান প্রসবের আনন্দ নিমেষেই বিষাদে পরিণত হয়। গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসা চলতে থাকে রেজওয়ানের। এক সন্তানকে বাঁচিয়ে রাখতে অনেক কিছুই বিক্রি করতে হয়। এখন রেজওয়ান একটু সুস্থ। স্ত্রীরও চিকিৎসা চলছে। তবে ঘাড়ে রয়েছে দেনার বোঝা। সমাজের বিত্তবানেরা আমাকে সহযোগিতা করলে অনেক উপকার হবে।’
হাসানের স্ত্রী রজনী খাতুন বলেন, ‘ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভালো চিকিৎসা না পেয়ে প্রাইভেট ক্লিনিকে ভর্তি হতে হয়। তাতে অনেক টাকা চলে যায়। আল্লাহ আমার তিন সন্তান নিয়ে গেছে, একটি বেঁচে আছে। সবাই আমার সন্তানটির জন্য দোয়া করবেন, আল্লাহ যেন বাঁচিয়ে রাখে।’
তেঁতুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নাজমুল হুদা বিশ্বাস বলেন, ‘আমার ব্যক্তিগত এবং ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে যতটুকু পারি পরিবারটিকে সহযোগিতা করব।’
গাংনী উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরশাদ আলী বলেন, প্রতিটি সরকারি হাসপাতালে সমাজসেবা অধিদপ্তরের শাখা রয়েছে। সেখানে যোগাযোগ করলে তিনি সহযোগিতা পাবেন। তা ছাড়া তিনি সন্তানের চিকিৎসার জন্য আবেদন করলে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।
এ বিষয়ে জানতে চাইলে গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রীতম সাহা আজকের পত্রিকাকে বলেন, ‘পরিবারের পক্ষ থেকে একটি আবেদন পেয়েছি। পরিবারটিকে সহযোগিতা করা হবে। আর সন্তান হারানোর বেদনা যে বাবা-মায়ের জন্য কত কষ্টের, তা বলে বোঝানো সম্ভব নয়। যে সন্তানটি বেঁচে আছে, তার সুস্থতা কামনা করছি।’
রেজাউল হাসান কয়েস লোদী বলেন, ‘এ দেশের মানুষ ১৭ বছর ধরে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছে। দেশ একটা অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে আছে। অন্তর্বর্তী সরকার যদি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের ব্যবস্থা করে, তাহলে দেশ আরও অস্থিতিশীল হয়ে উঠবে। যত দ্রুত সম্ভব জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন। আমর
৮ মিনিট আগেবগুড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের উপস্থিতিতে দলের নেতা-কর্মীদের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাংশের নেতা-কর্মীদের সংঘর্ষ হয়েছে। আজ বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে শহরের শহীদ টিটু মিলনায়তনের বাইরে এ ঘটনা ঘটে। এতে দুজন ছুরিকাহতসহ কয়েকজন আহত হয়েছেন।
১৫ মিনিট আগেজাটকা রক্ষায় দুই মাসের (মার্চ-এপ্রিল) অভয়াশ্রম শেষে ইলিশ ধরার প্রস্তুতি নিচ্ছেন বরিশাল, চাঁদপুর ও লক্ষ্মীপুরের মেঘনা নদী পাড়ের জেলেরা। ইতিমধ্যে শেষ হয়েছে জেলেদের জাল ও নৌকার মেরামতকাজ। আজ বুধবার (৩০ এপ্রিল) মধ্যরাতে পদ্মা–মেঘনা নদীতে ইলিশসহ অন্যান্য মাছ ধরতে নামবেন জেলেরা। ইলিশ পাওয়ার সম্ভাবনার কথাও
১৮ মিনিট আগেচট্টগ্রামে অপরিচিত ব্যক্তিদের ধাওয়া খেয়ে একটি মার্কেটের নিচে আশ্রয় নিয়েছিলেন নুরুল ইসলাম চৌধুরী (৬৩)। পাশেই টহল দিচ্ছিল কোতোয়ালি থানা-পুলিশের একটি দল। খবর পেয়ে পুলিশ নুরুল ইসলামকে হেফাজতে নেয়। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আশ্রয়ে যাওয়া ব্যক্তির কাছে মিলল বিদেশ থেকে অবৈধভাবে
৪৪ মিনিট আগে