Ajker Patrika

মেহেরপুরে তাপমাত্রা নেমেছে ৭ ডিগ্রিতে, জনদুর্ভোগ চরমে 

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি
আপডেট : ২৩ জানুয়ারি ২০২৪, ১৪: ০৪
মেহেরপুরে তাপমাত্রা নেমেছে ৭ ডিগ্রিতে, জনদুর্ভোগ চরমে 

মেহেরপুরের গাংনীতে পড়েছে হাড় কাঁপানো শীত। সঙ্গে বইছে হিমেল হাওয়া। শীতে জবুথবু জনজীবন। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না মানুষ। অতিরিক্ত শীত পড়ার কারণে আয় কমেছে অটোচালক, ভ্যানচালকসহ খেটে খাওয়া মানুষের। যারা পথে বের হয়েছে, তারা যে যেখানে খড়কুটো পাচ্ছে সেখানেই আগুন জ্বালিয়ে হাত পা সেঁকে নিচ্ছে। 

স্থানীয়দের সঙ্গে কথা বলে তাঁরা জানান, এই শীতে মানুষ খুব কষ্টের মধ্যে আছে। আর দিন আনা দিন খাওয়া মানুষের কষ্ট আরও চরম পর্যায়ে পৌঁছেছে। অটোচালক ও ভ্যানচালকদের আয় কমেছে। খেটে খাওয়া মানুষের কষ্ট দিনে দিনে বাড়ছে শীতের কারণে। শীতে মানুষের হাত-পা যেন সব অবশ হয়ে যাচ্ছে। 

ভ্যানচালক আমিনুল ইসলাম বলেন, ‘আমাদের মতো গরিবের কিসের শীত, কিসের ঠান্ডা? কাজ করলে মুখে ভাত উঠবে, না হলে উপোস থাকতে হবে। ভ্যান চালিয়ে আয় হচ্ছে ২৫০-৩০০ টাকা। শীতে মানুষ তেমন বের হতে পারছে না। ছেলে-মেয়েদের লেখাপড়া, সংসার খরচ, ওষুধের দাম—সব মিলিয়ে ভালো নেই। যতই ঠান্ডা বা শীত পড়ুক পেটের দাবিতে আমাদের বের হতেই হবে।’ 

আরেক ভ্যানচালক ইয়ারুল ইসলাম বলেন, ‘শীত দেখে তো আর পেট চলে না বাপ, খাটতে পারলেই পেট চলে। পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য বের হয়েছি শীতের কষ্ট ভুলে।’ 

অটোচালক রায়হান আলী বলেন, ‘ভোরবেলা থেকেই ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে রাস্তাগুলো। তার পরেও পেটের তাগিদে বের হতে হয়। অনেক আস্তে আস্তে গাড়ি চালাই, তার পরও ভয় লাগে। আর শীতে আমাদের আয় কমে গেছে।’ 

গাংনী উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেন বলেন, ‘আমাদের অ্যাপস থেকে পাওয়ার তথ্যমতে আজ মেহেরপুর জেলায় সর্বনিম্ন তাপমাত্রা নির্ধারণ করা হয়েছে ৭ ডিগ্রি সেলসিয়াস।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকেরা পাচ্ছেন গেজেটেড মর্যাদা

যুক্তরাষ্ট্র বাংলাদেশের সেনাবাহিনীকে আরেকটি প্রক্সি ওয়ারে জড়াতে চায়: ফরহাদ মজহার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত