হরিরামপুরে ৫ বছরে ভুট্টার চাষ বেড়ে দ্বিগুণ!
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় গত পাঁচ বছরে ভুট্টার চাষ বেড়েছে প্রায় দ্বিগুণ। অনুকূল আবহাওয়া, কম খরচে অধিক ফলন, অন্য ফসলের চেয়ে পরিচর্যা খরচ ও রোগবালাই কম হওয়ায় ভুট্টা চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের। বিশেষ করে চরাঞ্চলের লেছড়াগঞ্জ, আজিমনগর ও সুতালড়ি ইউনিয়নে ভুট্টা চাষ কয়েক গুণ বেড়েছে।