বগুড়ায় কালী মন্দিরে চুরির ঘটনায় গ্রেপ্তার ৪
রোববার রাতে শহরের নামাজগড় ডালপট্টি বারোয়ারি কালী মন্দিরে চুরি হয়। পিতলের দুটি গোপাল ঠাকুরের প্রতিমা, একটি পিতলের তৈরি হনুমান প্রতিমা, পিতলের তৈরি একটি প্রদীপ, প্রতিমার গলায় থাকা একটি স্বর্ণের মালা, একটি চান্দির মালা, দুটি কানের দুল, একটি নাকের নথ, একটি টিকলি ও সিসিটিভির মনিটরসহ (৩২ ইঞ্চি) অন্যান্য ম