Ajker Patrika

কাউনিয়ায় কালী মন্দিরে ভাঙচুরের ঘটনায় থানায় মামলা, আসামি অজ্ঞাতনামা

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
কাউনিয়ায় কালী মন্দিরে ভাঙচুরের ঘটনায় থানায় মামলা, আসামি অজ্ঞাতনামা

রংপুরের কাউনিয়ায় বল্লভবিষু মহাশ্মশান কালীমন্দিরে কালী ও শিবের প্রতিমা ভাঙচুরের ঘটনায় থানায় মামলা হয়েছে। আজ সোমবার রাতে মন্দিরের সেবায়েত পতিরাম বর্মণ বাদী হয়ে অজ্ঞাত আসামি করে কাউনিয়া থানায় একটি মামলা দায়ের করেন।

গতকাল রোববার দিবাগত রাতে মন্দিরের দরজা খুলে কালী ও শিবের প্রতিমা ভাঙচুরের ঘটিয়েছে দুর্বৃত্তরা। 

পুলিশ ও মন্দির কমিটির সদস্যরা বলছে, উপজেলার শহীদবাগ ইউনিয়নের বল্লভবিষু মহাশ্মশান কালীমন্দিরে প্রায় ৫০ বছর ধরে পূজা পালন করে আসছে হিন্দু ধর্মাবলম্বী মানুষেরা। গত বুধবার মন্দিরে কালী পূজা উদ্‌যাপন হয়েছে। আজ সোমবার রাতে অষ্টহারা এবং সংঘ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু রোববার রাতে মন্দিরের বাঁশের দরজা খুলে কে বা কারা ভেতরে প্রবেশ করে প্রতিমা ভাঙচুর করেছে। কালী প্রতিমার মাথা, হাত, পা ও শিব প্রতিমার মাথা ও পায়ের একাংশ ভেঙে ফেলে। এ ছাড়া মন্দিরের ভেতরে থাকা পূজার সামগ্রী নিয়ে যায়। সোমবার সকালে হরিশ চন্দ্র নামের স্থানীয় এক সেবায়েত মন্দিরে পূজা দিতে গিয়ে বাঁশের গেট খোলা পান। ভেতরে ঢুকে কালী ও শিবের প্রতিমা ভাঙা দেখতে পেয়ে মন্দির কমিটির নেতা ও স্থানীয় লোকজনকে জানান। পরে মন্দিরে গিয়ে সবাই এ ঘটনা দেখতে পান। তবে কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা শনাক্ত করতে পারেননি কেউ। খবর পেয়ে জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা পরিষদ ও প্রশাসনসহ জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরে পিবিআই ও সিআইডি গিয়ে ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। 

বল্লভবিষু মহাশ্মশান কালী মন্দির কমিটির সম্পাদক উদয় চন্দ্র বর্মণ বলেন, ‘প্রশাসনের কাছে আমরা এই ঘটনায় জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছি। পাশাপাশি হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা এবং ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছি। জেলা প্রশাসক ও পুলিশ সুপার ঘটনাস্থলে এসে এ ঘটনার সঙ্গে জড়িতদের খুব শিগগিরই আইনের আওতায় নিয়ে আসার আশ্বাস দিয়েছেন।’ 

এ ঘটনায় কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোন্তাছের বিল্লাহ বলেন, ‘এ ব্যাপারে সোমবার রাতে বল্লভবিষু মহাশ্মশান কালী মন্দিরের সেবায়েত পতিরাম বর্মণ বাদী হয়ে অজ্ঞাত আসামি করে থানায় অভিযোগ দায়ের করেন। রাতেই অভিযোগটি এজাহারভুক্ত করা হয়েছে।’ 

ওসি আরও বলেন, ‘প্রতিমা ভাঙচুরের ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্ৰেপ্তারে মাঠে কাজ করছে পুলিশ।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত