Ajker Patrika

পাকিস্তানে মন্দিরে হামলা, ভাঙচুর

আপডেট : ০৯ জুন ২০২২, ১৯: ৪৬
পাকিস্তানে মন্দিরে হামলা, ভাঙচুর

পাকিস্তানের করাচিতে একটি মন্দিরে হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় সময় বুধবার রাতে করাচির কোরাঙ্গির ‘জে’ এলাকায় শ্রী মারি মাতা মন্দিরে হামলা চালায় একদল দুষ্কৃতকারী। 

পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জানায়, বুধবার করাচির কোরাঙ্গি এলাকায় হিন্দু ধর্মাবলম্বীদের একটি মন্দির ভাঙচুর করা হয়েছে। এ ঘটনায় সেখানকার হিন্দু সম্প্রদায়ের মানুষের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক। কোনো প্রকার ঝামেলা এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 

করাচির কোরাঙ্গি এলাকায় বসবাসকারী এক ব্যক্তি এক্সপ্রেস ট্রিবিউনকে বলেন, ‘৬ থেকে ৮ জন মোটরসাইকেলে করে এসে মন্দিরে ভাঙচুর চালায়। তবে কে বা কারা এ হামলা করেছে তা আমরা জানি না। এই হামলার পর থানায় গিয়ে মামলা দায়ের করেছি।’ 

গত বছরের অক্টোবরে সিন্ধু নদীর তীরে কোটরিতে অবস্থিত একটি ঐতিহাসিক মন্দিরে ভাঙচুর করা হয়এ ছাড়া এসএইচও ফারুক সানজরনি জানান, ‘অজ্ঞাতনামা ৫ থেকে ৬ জন মন্দিরে ঢুকে ভাঙচুর চালায়। এই হামলার ঘটনায় অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের কো হয়েছে।’ 

উল্লেখ্য, পাকিস্তানে হিন্দু মন্দিরে হামলার ঘটনা এটিই প্রথম নয়। এর আগে গত বছরের অক্টোবরে সিন্ধু নদীর তীরে কোটরিতে অবস্থিত একটি ঐতিহাসিক মন্দিরও ভাঙচুর করা হয়েছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত