Ajker Patrika

জ্ঞানবাপী মসজিদে পূজার বিষয়ে শুনানিতে সম্মত বারাণসী আদালত

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২২, ১৯: ২৮
জ্ঞানবাপী মসজিদে পূজার বিষয়ে শুনানিতে সম্মত বারাণসী আদালত

ভারতের উত্তর প্রদেশ রাজ্যের বিতর্কিত জ্ঞানবাপী মসজিদ নিয়ে আবারও আলোচনা শুরু হয়েছে। বারাণসীর বিখ্যাত কাশী বিশ্বনাথ মন্দিরের পাশে অবস্থিত মসজিদটির প্রাঙ্গণে পূজা করার অনুমতি চেয়ে আদালতের শরণাপন্ন হয়েছিলেন পাঁচ নারী। সেই আবেদনেরই শুনানি হবে ২২ সেপ্টেম্বর। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। 

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, আদালতের এই সিদ্ধান্ত ওই পাঁচ হিন্দু নারীর আবেদনের পক্ষে একটি বিশাল অগ্রগতি। ওই নারীরা জ্ঞানবাপী মসজিদ কমপ্লেক্সে পূজাসহ অন্যান্য ধর্মীয় আচার পালন করা অনুমতি চেয়েছিলেন। তাঁদের দাবি, মসজিদ কমপ্লেক্সে হিন্দু দেবদেবীর মূর্তি রয়েছে। 

এই বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে জ্ঞানবাপী মসজিদের পক্ষে আবেদনকারীরা দাবি করেছেন, তাঁদের আবেদন প্রত্যাখ্যান করা হোক এবং এই বিষয়ে তাঁরা সুপ্রিম কোর্টে যাবেন। তবে আদালত, এই শুনানির বিষয়ে নির্দিষ্ট তিনটি আইনের উল্লেখ করে বলেছেন, মুসলিম আবেদনকারীদের আবেদনে এমন কোনো আইনি বিষয় নেই, যা হিন্দু নারী আবেদনকারীদের আবেদনের বিষয়ে শুনানির ক্ষেত্রে বাধা তৈরি করতে পারে। 

এর আগে ১৭ মে জ্ঞানবাপী মসজিদ নিয়ে নতুন নির্দেশনা দেন সুপ্রিম কোর্ট। যেখানে ‘শিবলিঙ্গ’ পাওয়া গেছে সেই জায়গাটি সুরক্ষিত রাখতে এবং মুসলমানদের নামাজের জন্য মসজিদে আসতে বাধা না দিতে জেলা ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দেন সর্বোচ্চ আদালত। 

বারাণসীর প্রশাসনের কাছে সুপ্রিম কোর্টের বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় সে সময় জানতে চেয়েছিলেন, জ্ঞানবাপী মসজিদের ভেতরে ‘শিবলিঙ্গ’ ঠিক কোথায় পাওয়া গেছে। জবাবে ‘আমরা তদন্ত প্রতিবেদন দেখিনি’ উল্লেখ করে বিস্তারিত জানতে আগামীকাল পর্যন্ত সময় চেয়েছিলেন বলে জানান উত্তর প্রদেশ সরকারের পক্ষে উপস্থিত সলিসিটার জেনারেল তুষার মেহতা। 

উল্লেখ্য, জ্ঞানবাপী মসজিদ চত্বরের আশপাশে ‘দেবদেবীর মূর্তি’ আছে দাবি করে উপাসনার অনুমতি চেয়ে ২০২১ সালে আদালতে আবেদন করেন পাঁচ নারী। এর পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার বারাণসীর আদালত জ্ঞানবাপী মসজিদের প্রত্নতাত্ত্বিক জরিপ করার নির্দেশ দেন। আর্কিওলজিকাল সার্ভে অব ইন্ডিয়া প্রত্নতাত্ত্বিক জরিপ চালায়। পরে নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন জানানো হলে সুপ্রিম কোর্ট তা খারিজ করে দেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

চিন্ময় দাসের জামিন স্থগিতের আবেদন, শুনানি রোববার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত