বিচ্ছিন্ন ভাবনা
কয়েক দিনের তীব্র শীতে যেমন গা-হাত-পা জমে আছে, তেমনি মাথার মগজ জমে আছে নানা বিষয়ের আলোচনা নিয়ে। আমজনতা এতটাই অস্থির যে কোন বিষয় রেখে কোন বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা করবে, সেটা হয়তো বুঝতে পারছে না। তবে মোটামুটি সব ব্যাপারেই যে সবাই বলতে চায়, তা একরকম পরিষ্কার।