রাজীব কুমার সাহা
আমাদের দৈনন্দিন ভাষিক ব্যবহারে একটি প্রচলিত শব্দবন্ধ হলো ‘গাঁটছড়া’। যদিও শব্দটির আর্থক্ষেত্র নির্ধারিত। শব্দটি সনাতন ধর্মাবলম্বীদের বিয়ের প্রসঙ্গেই সুস্পষ্টরূপে ব্যবহৃত হয়। এ শব্দবন্ধটি নিয়ে যে বাগধারা রয়েছে, সেটি হলো ‘গাঁটছড়া বাঁধা’।
এর অর্থ কী? এর আক্ষরিক এবং আলংকারিক অর্থের মধ্যে কোন অর্থটি বাংলা ভাষায় অধিক ব্যবহৃত? আজ জানব ‘গাঁটছড়া বাঁধা’র আদ্যোপান্ত।
বাংলা ‘গাঁইট’ শব্দ থেকে ‘গাঁট’ এবং ‘ছড়া’ শব্দ সহযোগে তৈরি হয়েছে ‘গাঁটছড়া’ শব্দটি। গাঁটছড়া শব্দটি বাংলা ভাষায় এসেছে সংস্কৃত ‘গ্রন্থিছড়া’ শব্দ থেকে। এটি বিশেষ্য পদ। যদিও ‘গাঁটছড়া বাঁধা’ বাগধারাটি ক্রিয়া বিশেষ্য পদ। গাঁটছড়া বাঁধার আক্ষরিক অর্থ হলো গিঁট দিয়ে বেঁধে দেওয়া। আর এর আলংকারিক অর্থ হলো হিন্দু বিয়েতে কনের আঁচলের সঙ্গে বরের উত্তরীয়ের গ্রন্থি বাঁধার সংস্কার পালন করা।এর মধ্য দিয়ে বর-কনের বন্ধনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি ও অভিবাদন জ্ঞাপন করা হয়।
সনাতন ধর্মাবলম্বীদের বিয়েতে গাঁটছড়া বাঁধার বিধানটি একটি প্রাচীন প্রথাবিশেষ। সচরাচর বিয়েতে দুটো মনের সঙ্গে প্রাধান্য দেওয়া হয় দুটো পরিবার এবং তাদের সংস্কৃতিকেও। বৈদিক যুগের আগে থেকেই বিয়ের নানাবিধ প্রথার সঙ্গে এ প্রথাটির প্রচলন ছিল। বিয়েতে আচরিত বিধিবিধানগুলোর মধ্যে প্রধানতম সাতটি বিধান হলো মালাবদল, আংটিবদল, ব্রহ্মার উদ্দেশ্যে পুজো ও মন্ত্রপাঠ, গাঁটছড়া বাঁধা, হস্তবন্ধন, খই পোড়ানো এবং সিঁদুরদান। এই বিধানগুলোর মধ্যে অন্যতম বিধানটি হলো গাঁটছড়া বাঁধা।
যেখানে কনের শাড়ির আঁচলের সঙ্গে বরের ধুতির খুঁট বা প্রান্ত বেঁধে দিয়ে দুজনের বন্ধন যেন সারা জীবন অটুট থাকে তার জন্য প্রার্থনা করা হয়। গাঁটছড়া বাঁধার পরই বিবাহকুঞ্জে বর-কনে সাতপাকে বাঁধা পড়েন। প্রকৃতপক্ষে এই প্রথার মধ্য দিয়ে বর-কনের পারস্পরিক দায়িত্ববোধ এবং ভালোবাসার বিষয়টি পরিস্ফুট হয়। গাঁট শব্দের সঙ্গে ছড়া শব্দটির যুক্ত হওয়ার একটি কারণ হলো, ছড়া শব্দটি এখানে গুচ্ছ অর্থটিকে ইঙ্গিত করছে। কেননা, বর-কনের বিয়ের মধ্য দিয়েই সন্তানসন্ততির সংখ্যা গুচ্ছাকারে ছড়িয়ে পড়ে।
বর্তমানেও গাঁটছড়া বাঁধা বিবাহকার্যের অন্যতম অনুষঙ্গ, যা সনাতন ধর্মাবলম্বীদের অবশ্যপালনীয় বিধান। আর এই আচরিত বিধানের মধ্য দিয়েই গাঁট বাঁধার পর বংশ ছড়িয়ে পড়ে।
লেখক: আভিধানিক ও প্রাবন্ধিক
আমাদের দৈনন্দিন ভাষিক ব্যবহারে একটি প্রচলিত শব্দবন্ধ হলো ‘গাঁটছড়া’। যদিও শব্দটির আর্থক্ষেত্র নির্ধারিত। শব্দটি সনাতন ধর্মাবলম্বীদের বিয়ের প্রসঙ্গেই সুস্পষ্টরূপে ব্যবহৃত হয়। এ শব্দবন্ধটি নিয়ে যে বাগধারা রয়েছে, সেটি হলো ‘গাঁটছড়া বাঁধা’।
এর অর্থ কী? এর আক্ষরিক এবং আলংকারিক অর্থের মধ্যে কোন অর্থটি বাংলা ভাষায় অধিক ব্যবহৃত? আজ জানব ‘গাঁটছড়া বাঁধা’র আদ্যোপান্ত।
বাংলা ‘গাঁইট’ শব্দ থেকে ‘গাঁট’ এবং ‘ছড়া’ শব্দ সহযোগে তৈরি হয়েছে ‘গাঁটছড়া’ শব্দটি। গাঁটছড়া শব্দটি বাংলা ভাষায় এসেছে সংস্কৃত ‘গ্রন্থিছড়া’ শব্দ থেকে। এটি বিশেষ্য পদ। যদিও ‘গাঁটছড়া বাঁধা’ বাগধারাটি ক্রিয়া বিশেষ্য পদ। গাঁটছড়া বাঁধার আক্ষরিক অর্থ হলো গিঁট দিয়ে বেঁধে দেওয়া। আর এর আলংকারিক অর্থ হলো হিন্দু বিয়েতে কনের আঁচলের সঙ্গে বরের উত্তরীয়ের গ্রন্থি বাঁধার সংস্কার পালন করা।এর মধ্য দিয়ে বর-কনের বন্ধনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি ও অভিবাদন জ্ঞাপন করা হয়।
সনাতন ধর্মাবলম্বীদের বিয়েতে গাঁটছড়া বাঁধার বিধানটি একটি প্রাচীন প্রথাবিশেষ। সচরাচর বিয়েতে দুটো মনের সঙ্গে প্রাধান্য দেওয়া হয় দুটো পরিবার এবং তাদের সংস্কৃতিকেও। বৈদিক যুগের আগে থেকেই বিয়ের নানাবিধ প্রথার সঙ্গে এ প্রথাটির প্রচলন ছিল। বিয়েতে আচরিত বিধিবিধানগুলোর মধ্যে প্রধানতম সাতটি বিধান হলো মালাবদল, আংটিবদল, ব্রহ্মার উদ্দেশ্যে পুজো ও মন্ত্রপাঠ, গাঁটছড়া বাঁধা, হস্তবন্ধন, খই পোড়ানো এবং সিঁদুরদান। এই বিধানগুলোর মধ্যে অন্যতম বিধানটি হলো গাঁটছড়া বাঁধা।
যেখানে কনের শাড়ির আঁচলের সঙ্গে বরের ধুতির খুঁট বা প্রান্ত বেঁধে দিয়ে দুজনের বন্ধন যেন সারা জীবন অটুট থাকে তার জন্য প্রার্থনা করা হয়। গাঁটছড়া বাঁধার পরই বিবাহকুঞ্জে বর-কনে সাতপাকে বাঁধা পড়েন। প্রকৃতপক্ষে এই প্রথার মধ্য দিয়ে বর-কনের পারস্পরিক দায়িত্ববোধ এবং ভালোবাসার বিষয়টি পরিস্ফুট হয়। গাঁট শব্দের সঙ্গে ছড়া শব্দটির যুক্ত হওয়ার একটি কারণ হলো, ছড়া শব্দটি এখানে গুচ্ছ অর্থটিকে ইঙ্গিত করছে। কেননা, বর-কনের বিয়ের মধ্য দিয়েই সন্তানসন্ততির সংখ্যা গুচ্ছাকারে ছড়িয়ে পড়ে।
বর্তমানেও গাঁটছড়া বাঁধা বিবাহকার্যের অন্যতম অনুষঙ্গ, যা সনাতন ধর্মাবলম্বীদের অবশ্যপালনীয় বিধান। আর এই আচরিত বিধানের মধ্য দিয়েই গাঁট বাঁধার পর বংশ ছড়িয়ে পড়ে।
লেখক: আভিধানিক ও প্রাবন্ধিক
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫