স্বস্তির বৃষ্টিতে ভিজল রাজধানী
বিকেলেও রাজধানীর আকাশ দেখে বোঝা যায়নি, থেকে থেকে হালকা বাতাস ছিল শুধু। সন্ধ্যায় হাওয়া বদলে গেল। হঠাৎ শুরু হলো মেঘের মৃদু গুড়গুড়, বিদ্যুতের ঝলকানি, ছিপছিপে বৃষ্টি। ক্রমেই বাতাসের গতি আর বৃষ্টির ফোঁটার আকার—দুটোই বাড়ল। হাঁপ ছেড়ে বাঁচল কয়েক দিনের ভ্যাপসা গরমে হাঁসফাঁস করতে থাকা নগরবাসী...