Ajker Patrika

স্বস্তির বৃষ্টিতে ভিজল রাজধানী

অনলাইন ডেস্ক
আপডেট : ০৫ এপ্রিল ২০২৫, ২২: ৪২
রাজধানীতে স্বস্তির বৃষ্টি। ছবি: আজকের পত্রিকা
রাজধানীতে স্বস্তির বৃষ্টি। ছবি: আজকের পত্রিকা

বিকেলেও রাজধানীর আকাশ দেখে বোঝা যায়নি, থেকে থেকে হালকা বাতাস ছিল শুধু। সন্ধ্যায় হাওয়া বদলে গেল। হঠাৎ শুরু হলো মেঘের মৃদু গুড়গুড়, বিদ্যুতের ঝলকানি, ছিপছিপে বৃষ্টি। ক্রমেই বাতাসের গতি আর বৃষ্টির ফোঁটার আকার—দুটোই বাড়ল। হাঁপ ছেড়ে বাঁচল কয়েক দিনের ভ্যাপসা গরমে হাঁসফাঁস করতে থাকা নগরবাসী।

রাজধানীতে স্বস্তির বৃষ্টি। ছবি: আজকের পত্রিকা
রাজধানীতে স্বস্তির বৃষ্টি। ছবি: আজকের পত্রিকা

আজ শনিবার সন্ধ্যা ৭টার পর থেকে ঘণ্টাখানেক ধরে রাজধানীতে বিরাজ করে এমন পরিবেশ। এতে একদিকে যেমন স্বস্তি ছিল, তেমনি যাত্রাপথে থাকা মানুষেরা পড়ে খানিকটা ভোগান্তিতে।

রাজধানীতে স্বস্তির বৃষ্টি। ছবি: আজকের পত্রিকা
রাজধানীতে স্বস্তির বৃষ্টি। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর মিরপুর, মোহাম্মদপুর, ধানমন্ডি, বাড্ডা, রামপুরা, খিলগাঁও, মতিঝিল, উত্তরাসহ বিভিন্ন এলাকায় বৃষ্টি হয়েছে। সড়কের পাশে কোনো ধরনের ছাউনি পেয়ে সেখানে আশ্রয় নেয় মানুষ। তবে অনেককে মনের আনন্দে ভিজতে দেখা গেছে।

বেসরকারি প্রতিষ্ঠানের চাকরি করেন শফিকুল ইসলাম পাপ্পু। রামপুরার বনশ্রী এলাকায় বৃষ্টি থেকে গা বাঁচাতে সড়কের পাশে দাঁড়িয়েছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘সকাল থেকেই প্রচণ্ড গরম ছিল। অস্বস্তি নিয়ে ঘর থেকে বের হয়েছিলাম। ভিজতে চাই না, তাই দাঁড়িয়েছি, কিন্তু অনেক স্বস্তি লাগছে।

এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পশ্চিমা লঘুচাপের প্রভাবে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হচ্ছে। আগামী কয়েক দিনের মধ্যে দেশের আরও কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে এবং তাপমাত্রা কিছুটা কমে আসবে। রাত ১টা পর্যন্ত ঢাকাসহ সাতটি অঞ্চলের ওপর দিয়ে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির আভাস ছিল।

রাজধানীতে স্বস্তির বৃষ্টি। ছবি: আজকের পত্রিকা
রাজধানীতে স্বস্তির বৃষ্টি। ছবি: আজকের পত্রিকা

আজ সকালেই আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছিল, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানো, বজ্রসহ বৃষ্টি হতে পারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত