টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরে জলাবদ্ধতা, সড়ক ছাপিয়ে বাসাবাড়িতে পানি
আজ বুধবার সকাল থেকে নগরের আগ্রাবাদ, কাতালগঞ্জ, জিইসি মোড়, মুরাদপুর, শুলকবহর, কাপাসগোলা, চকবাজার, হালিশহর, আতুরারডিপো, রাহাত্তারপুল, বাকলিয়াসহ বিভিন্ন বাণিজ্যিক ও আবাসিক এলাকায় এই জলাবদ্ধতা দেখা দিয়েছে।