ভোলা সংবাদদাতা
ভোলা থেকে চরফ্যাশন উপজেলার অভ্যন্তরীণ পথে (রুট) যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রয়েছে। চরফ্যাশনে বাসশ্রমিক ও সিএনজিচালিত অটোরিকশার শ্রমিকদের মধ্যে ধস্তাধস্তির জের ধরে গতকাল রোববার রাত থেকে এ ধর্মঘটের ডাক দেয় জেলা বাস শ্রমিক ইউনিয়ন।
আজ সোমবার সকাল থেকে ভোলার বাস টার্মিনাল থেকে জেলার অভ্যন্তরীণ রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে যাত্রীরা দুর্ভোগের শিকার হচ্ছেন।
ধস্তাধস্তির ঘটনায় ক্ষোভ জানিয়ে সদর উপজেলার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনালে অবস্থান নিয়ে মিছিল করেন বাস শ্রমিক ইউনিয়ন।
ভোলার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাসটার্মিনাল ও চরফ্যাশনের বাস টার্মিনাল এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল বিকেলে চরফ্যাশন উপজেলা শহরে যাত্রী ওঠানোকে কেন্দ্র করে বাস শ্রমিক ও সিএনজিচালিত অটোরিকশার চালকদের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে তাঁরা ধস্তাধস্তি ও পাল্টাপাল্টি ধাওয়ায় জড়ান। এতে উভয় পক্ষের অন্তত চারজন আহত হন।
এ ঘটনার জের ধরে গতকাল রাত থেকে ভোলা-চরফ্যাশন অভ্যন্তরীণ রুটে যাত্রীবাহী বাস ধর্মঘটের ডাক দিয়ে বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাসটার্মিনালে অবস্থান নেন বাসশ্রমিকেরা। তাঁরা চরফ্যাশন থেকে ছেড়ে আসা ৯টি অটোরিকশা ধরে বাস টার্মিনালে নিয়ে রাখেন।
চরফ্যাশনে বাসশ্রমিকদের ওপর অটোরিকশার শ্রমিকেরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ করেন জেলা বাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আবদুল মান্নান ও জেলা বাস মালিক শ্রমিক-ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মো. আজাদ মিয়া। তাঁরা বলেন, বাসশ্রমিকদের হামলার ঘটনায় বাস ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। হামলাকারীদের দ্রুত বিচার করতে হবে। একই সঙ্গে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে তিন চাকার অটোরিকশা চলাচল বন্ধেরও দাবি জানানো হয়। তাঁরা দাবি না মানা পর্যন্ত বাস ধর্মঘট চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন।
এদিকে ভোলা অটোরিকশা মালিক সমিতির সভাপতি মো. জাকির হোসেন বলেন, ‘চরফ্যাশনে বাস ও অটোরিকশার শ্রমিকদের মধ্যে ধস্তাধস্তি হয়েছে। এতে আমাদের কয়েকজন শ্রমিক আহত হন। তবে, আমরা কোনো কর্মসূচি ঘোষণা করিনি।’
বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাসস্ট্যান্ডের ডিপো কর্মকর্তা অসীম দত্ত বলেন, বাসশ্রমিকেরা ধর্মঘট ডেকেছেন। তাঁরা হামলার বিচার না হওয়া পর্যন্ত বাস চালাবেন না বলে বলছেন।
এ বিষয়ে ভোলার পুলিশ সুপার মো. শরিফুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি নিয়ে আমরা উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে সমস্যার সমাধানের চেষ্টা করব।’
জেলা প্রশাসক মো. আজাদ জাহান বলেন, বাস ধর্মঘটের বিষয়টি সমাধানের চেষ্টা করা হচ্ছে।
ভোলা থেকে চরফ্যাশন উপজেলার অভ্যন্তরীণ পথে (রুট) যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রয়েছে। চরফ্যাশনে বাসশ্রমিক ও সিএনজিচালিত অটোরিকশার শ্রমিকদের মধ্যে ধস্তাধস্তির জের ধরে গতকাল রোববার রাত থেকে এ ধর্মঘটের ডাক দেয় জেলা বাস শ্রমিক ইউনিয়ন।
আজ সোমবার সকাল থেকে ভোলার বাস টার্মিনাল থেকে জেলার অভ্যন্তরীণ রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে যাত্রীরা দুর্ভোগের শিকার হচ্ছেন।
ধস্তাধস্তির ঘটনায় ক্ষোভ জানিয়ে সদর উপজেলার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনালে অবস্থান নিয়ে মিছিল করেন বাস শ্রমিক ইউনিয়ন।
ভোলার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাসটার্মিনাল ও চরফ্যাশনের বাস টার্মিনাল এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল বিকেলে চরফ্যাশন উপজেলা শহরে যাত্রী ওঠানোকে কেন্দ্র করে বাস শ্রমিক ও সিএনজিচালিত অটোরিকশার চালকদের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে তাঁরা ধস্তাধস্তি ও পাল্টাপাল্টি ধাওয়ায় জড়ান। এতে উভয় পক্ষের অন্তত চারজন আহত হন।
এ ঘটনার জের ধরে গতকাল রাত থেকে ভোলা-চরফ্যাশন অভ্যন্তরীণ রুটে যাত্রীবাহী বাস ধর্মঘটের ডাক দিয়ে বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাসটার্মিনালে অবস্থান নেন বাসশ্রমিকেরা। তাঁরা চরফ্যাশন থেকে ছেড়ে আসা ৯টি অটোরিকশা ধরে বাস টার্মিনালে নিয়ে রাখেন।
চরফ্যাশনে বাসশ্রমিকদের ওপর অটোরিকশার শ্রমিকেরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ করেন জেলা বাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আবদুল মান্নান ও জেলা বাস মালিক শ্রমিক-ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মো. আজাদ মিয়া। তাঁরা বলেন, বাসশ্রমিকদের হামলার ঘটনায় বাস ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। হামলাকারীদের দ্রুত বিচার করতে হবে। একই সঙ্গে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে তিন চাকার অটোরিকশা চলাচল বন্ধেরও দাবি জানানো হয়। তাঁরা দাবি না মানা পর্যন্ত বাস ধর্মঘট চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন।
এদিকে ভোলা অটোরিকশা মালিক সমিতির সভাপতি মো. জাকির হোসেন বলেন, ‘চরফ্যাশনে বাস ও অটোরিকশার শ্রমিকদের মধ্যে ধস্তাধস্তি হয়েছে। এতে আমাদের কয়েকজন শ্রমিক আহত হন। তবে, আমরা কোনো কর্মসূচি ঘোষণা করিনি।’
বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাসস্ট্যান্ডের ডিপো কর্মকর্তা অসীম দত্ত বলেন, বাসশ্রমিকেরা ধর্মঘট ডেকেছেন। তাঁরা হামলার বিচার না হওয়া পর্যন্ত বাস চালাবেন না বলে বলছেন।
এ বিষয়ে ভোলার পুলিশ সুপার মো. শরিফুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি নিয়ে আমরা উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে সমস্যার সমাধানের চেষ্টা করব।’
জেলা প্রশাসক মো. আজাদ জাহান বলেন, বাস ধর্মঘটের বিষয়টি সমাধানের চেষ্টা করা হচ্ছে।
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডা. শেখ সাদেক আলীর বিরুদ্ধে ভিত্তিহীন ও মানহানিকর পোস্টার লাগানো ও অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। রোববার দুপুর ১২টার দিকে কলেজ ক্যাম্পাস থেকে মিছিলটি শুরু হয়। কলেজ ক্যাম্পাস ও মহাসড়ক প্রদক্ষিণ শেষে কলেজের প্রশাসনিক...
২০ মিনিট আগেপটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ঋণ শাখার দুই কর্মকর্তার বিরুদ্ধে ২ কোটি ৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, মোটরসাইকেল ও কম্পিউটার ক্রয় ঋণের কিস্তির টাকা ব্যাংকে জমা না দিয়ে ভুয়া স্লিপ দেখিয়ে তাঁরা এ অর্থ আত্মসাৎ করেছেন।
৩০ মিনিট আগেপটুয়াখালীতে এক সাংবাদিককে ‘দেখে নেওয়ার’ হুমকি দিয়েছেন জেলা মহিলা দলের সভানেত্রী ও শেরেবাংলা বালিকা মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আফরোজা সীমা। হুমকির ওই ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে।
১ ঘণ্টা আগেরোববার গভীর রাতে সেনাবাহিনীর ক্যাপ্টেন মো. রাহাত খানের নেতৃত্বে পালেরহাট এলাকায় ফরিদ উদ্দিনের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি একনলা বন্দুক ও নগদ এক লাখ পাঁচ হাজার টাকা উদ্ধার করা হয়। পরে ফরিদের দেওয়া তথ্যে সহযোগী নাঈমের বাড়ির পাশের পুকুর থেকে বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা...
২ ঘণ্টা আগে