অনলাইন ডেস্ক
আজ বুধবার সকাল থেকেই রাজনৈতিক কর্মসূচির জেরে তীব্র যানজটে প্রায় অচল হয়ে পড়েছে রাজধানী ঢাকা। ছাত্রদল ও যুবদলের ‘তারুণ্যের সমাবেশ’ এবং সকালে জামায়াত নেতা আজহারুল ইসলামের মুক্তির পর শাহবাগে জমায়েত—এই দুই প্রধান ঘটনায় কার্যত স্থবির হয়ে পড়ে নগরীর অধিকাংশ সড়ক। চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।
সাধারণত কর্মদিবসে সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত যানজটের চাপ থাকে। কিন্তু আজ বুধবারের চিত্র ছিল সম্পূর্ণ ভিন্ন। সকাল ৯টার দিকেই বিজয় সরণি থেকে ফার্মগেট হয়ে কারওয়ান বাজার পর্যন্ত যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়, গাড়িগুলো প্রায় নড়াচড়া করছিল না।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই যানজট আরও ভয়াবহ রূপ নেয়। ট্রাফিক পুলিশ জানায়, ছাত্রদল ও যুবদলের তারুণ্যের সমাবেশে কয়েক লক্ষাধিক লোকের সমাগম হওয়ার কথা। এ জন্য গাজীপুর, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, কুমিল্লাসহ বিভিন্ন জেলা এবং নগরীর আশপাশ থেকে বাসভর্তি নেতা-কর্মীরা রাজধানীতে আসতে থাকেন। এর ওপর, সকালে জামায়াত নেতা আজহারুল ইসলামের মুক্তির পর শাহবাগে বিপুলসংখ্যক লোক জড়ো হলে যানজটের সূচনা হয়। পরবর্তীতে ছাত্রদলের সমাবেশের কারণে যানজট আরও তীব্র আকার ধারণ করে।
যানজটের তীব্রতায় নগরবাসীর দুর্ভোগের চিত্র ছিল সর্বত্র। কারওয়ান বাজারের ওপর দিয়ে যাওয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েতেও যতোদূর চোখ যায় গাড়ির সারি দেখা গেছে। ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকা বাস থেকে নেমে বহু মানুষ পায়ে হেঁটে গন্তব্যের দিকে রওনা দিয়েছেন।
অফিসগামী কর্মজীবীরা জানান, শাহবাগে ঘণ্টাখানেক দাঁড়িয়ে থেকেও বাসে উঠতে পারেননি। রিকশা করেও যাওয়ার উপায় নেই, কারণ সব রাস্তায় যানজট।
দুপুরের দিকে ট্রাফিক পুলিশ জানায়, রাজধানীতে ঢোকার সবকটি পয়েন্টে যানবাহনের অতিরিক্ত চাপ রয়েছে। পরিস্থিতি সামাল দিতে ডিএমপির উপকমিশনার থেকে শুরু করে পরিদর্শকেরা মাঠে রয়েছেন। যানজট নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন।
ট্রাফিক পুলিশ বলছে, সন্ধ্যা পর্যন্ত যানজট পরিস্থিতির উন্নতির সম্ভাবনা খুবই কম। ফলে, দিনের শেষে ঘরে ফেরা মানুষদের আরও ভোগান্তি পোহাতে হতে পারে।
আজ বুধবার সকাল থেকেই রাজনৈতিক কর্মসূচির জেরে তীব্র যানজটে প্রায় অচল হয়ে পড়েছে রাজধানী ঢাকা। ছাত্রদল ও যুবদলের ‘তারুণ্যের সমাবেশ’ এবং সকালে জামায়াত নেতা আজহারুল ইসলামের মুক্তির পর শাহবাগে জমায়েত—এই দুই প্রধান ঘটনায় কার্যত স্থবির হয়ে পড়ে নগরীর অধিকাংশ সড়ক। চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।
সাধারণত কর্মদিবসে সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত যানজটের চাপ থাকে। কিন্তু আজ বুধবারের চিত্র ছিল সম্পূর্ণ ভিন্ন। সকাল ৯টার দিকেই বিজয় সরণি থেকে ফার্মগেট হয়ে কারওয়ান বাজার পর্যন্ত যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়, গাড়িগুলো প্রায় নড়াচড়া করছিল না।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই যানজট আরও ভয়াবহ রূপ নেয়। ট্রাফিক পুলিশ জানায়, ছাত্রদল ও যুবদলের তারুণ্যের সমাবেশে কয়েক লক্ষাধিক লোকের সমাগম হওয়ার কথা। এ জন্য গাজীপুর, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, কুমিল্লাসহ বিভিন্ন জেলা এবং নগরীর আশপাশ থেকে বাসভর্তি নেতা-কর্মীরা রাজধানীতে আসতে থাকেন। এর ওপর, সকালে জামায়াত নেতা আজহারুল ইসলামের মুক্তির পর শাহবাগে বিপুলসংখ্যক লোক জড়ো হলে যানজটের সূচনা হয়। পরবর্তীতে ছাত্রদলের সমাবেশের কারণে যানজট আরও তীব্র আকার ধারণ করে।
যানজটের তীব্রতায় নগরবাসীর দুর্ভোগের চিত্র ছিল সর্বত্র। কারওয়ান বাজারের ওপর দিয়ে যাওয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েতেও যতোদূর চোখ যায় গাড়ির সারি দেখা গেছে। ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকা বাস থেকে নেমে বহু মানুষ পায়ে হেঁটে গন্তব্যের দিকে রওনা দিয়েছেন।
অফিসগামী কর্মজীবীরা জানান, শাহবাগে ঘণ্টাখানেক দাঁড়িয়ে থেকেও বাসে উঠতে পারেননি। রিকশা করেও যাওয়ার উপায় নেই, কারণ সব রাস্তায় যানজট।
দুপুরের দিকে ট্রাফিক পুলিশ জানায়, রাজধানীতে ঢোকার সবকটি পয়েন্টে যানবাহনের অতিরিক্ত চাপ রয়েছে। পরিস্থিতি সামাল দিতে ডিএমপির উপকমিশনার থেকে শুরু করে পরিদর্শকেরা মাঠে রয়েছেন। যানজট নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন।
ট্রাফিক পুলিশ বলছে, সন্ধ্যা পর্যন্ত যানজট পরিস্থিতির উন্নতির সম্ভাবনা খুবই কম। ফলে, দিনের শেষে ঘরে ফেরা মানুষদের আরও ভোগান্তি পোহাতে হতে পারে।
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডা. শেখ সাদেক আলীর বিরুদ্ধে ভিত্তিহীন ও মানহানিকর পোস্টার লাগানো ও অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। রোববার দুপুর ১২টার দিকে কলেজ ক্যাম্পাস থেকে মিছিলটি শুরু হয়। কলেজ ক্যাম্পাস ও মহাসড়ক প্রদক্ষিণ শেষে কলেজের প্রশাসনিক...
৩২ মিনিট আগেপটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ঋণ শাখার দুই কর্মকর্তার বিরুদ্ধে ২ কোটি ৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, মোটরসাইকেল ও কম্পিউটার ক্রয় ঋণের কিস্তির টাকা ব্যাংকে জমা না দিয়ে ভুয়া স্লিপ দেখিয়ে তাঁরা এ অর্থ আত্মসাৎ করেছেন।
৪১ মিনিট আগেপটুয়াখালীতে এক সাংবাদিককে ‘দেখে নেওয়ার’ হুমকি দিয়েছেন জেলা মহিলা দলের সভানেত্রী ও শেরেবাংলা বালিকা মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আফরোজা সীমা। হুমকির ওই ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে।
১ ঘণ্টা আগেরোববার গভীর রাতে সেনাবাহিনীর ক্যাপ্টেন মো. রাহাত খানের নেতৃত্বে পালেরহাট এলাকায় ফরিদ উদ্দিনের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি একনলা বন্দুক ও নগদ এক লাখ পাঁচ হাজার টাকা উদ্ধার করা হয়। পরে ফরিদের দেওয়া তথ্যে সহযোগী নাঈমের বাড়ির পাশের পুকুর থেকে বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা...
২ ঘণ্টা আগে