বর্তমান নিয়েই ভাবনা রোহিতদের
৯ ম্যাচে ৯ জয়—এই বিশ্বকাপে ভারতীয় দলের ফর্ম বোঝাতে এ তথ্যই যথেষ্ট। ব্যাটারদের ফর্মটাও এখানে না বললেই নয়। ওপেনার রোহিত শর্মা, তিনে খেলা বিরাট কোহলি কিংবা চার ও পাঁচে নামা শ্রেয়াস আইয়ার ও লোকেশ রাহুল—সবারই এই টুর্নামেন্টে ব্যাটিং গড় ৫০-এর ওপরে! এখানেই শেষ নয়, প্রথমবারের মতো এই বিশ্বকাপে ভারতের দুই ব্য