তাঁর সব মনোযোগ ব্যাটিংয়ে। এ বিশ্বকাপে দুর্দান্ত ফর্মেও আছেন। আজ বেঙ্গালুরুতে লিগ পর্বের শেষ ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে করেছেন ফিফটিও। বলতে গেলে, সবার আগেই সেমিফাইনাল নিশ্চিত করে ফেলা ভারতের জন্য ম্যাচটি নিয়মরক্ষার ছাড়ার কিছুই নয়।
তবে ১৫ নভেম্বর মুম্বাইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে সেমির আগে ডাচদের বিপক্ষে ম্যাচটি রোহিত শর্মারা খেললেন অনেকটা ওয়ার্ম-আপ ম্যাচ হিসেবে। টস জিতে শুরুতেই সেই ধুন্ধুমার ভারত। স্কোর দাঁড়ায় ৪ উইকেটে ৪১০ রান।
লক্ষ্য তাড়ায় ৭২ রানে ৩ উইকেট হারায় ডাচরা। এরপর মাঠেই ‘পিকনিক মুডে’ চলে যায় ভারত। অধিনায়ক রোহিত শর্মা একে একে বোলিংয়ে আনেন বিরাট কোহলি, শুবমান গিল ও সূর্যকুমার যাদবকে। মূলত ব্যাটার হওয়ায় তাঁদের সচরাচর বোলিংয়ে দেখা যায় না। ডাচদের বিপক্ষে মোট ৮ জনকে দিয়ে বোলিং করিয়েছেন রোহিত।
ডাচরা এখন পর্যন্ত যে ৫ উইকেট হারাল, তার একটি নিয়েছেন কোহলি। স্কট এডওয়ার্ডসকে তিনি থামান ১৭ রানে। ডাচ অধিনায়ক-উইকেটরক্ষককে গ্লাভস বন্দী করেন লোকেশ রাহুল। তাতেই এক অপেক্ষার অবসান হলো রোহিতের। ৯ বছর পর ওয়ানডে উইকেট পেলেন তিনি।
উইকেট পেয়েই উদ্যাপনে মেতে ওঠেন বিশ্বসেরা ব্যাটার। মাঠে বসে যে খেলা দেখছেন তাঁর স্ত্রী আনুশকা শর্মা! দিওয়ালিতে তাই কোহলির উদ্যাপনটাও হলো দ্বিগুণ। তাঁর উইকেটপ্রাপ্তির পরপরই ক্যামেরা খুঁজে নেয় আনুশকাকে। এ সময় এই বলিউড তারকাকে দেখা যায় বেশ হাস্যোজ্জ্বল মুখে। বোঝায় গেল, সঙ্গীর আনন্দে কেমন আনন্দিত তিনি।
মাঠে মাস্তির জন্য বেশ প্রশংসিত কোহলি। প্রায় সময় তাঁকে দেখা যায়, মন খুশি থাকলে দর্শকদের আনন্দ দিতে। আজ ডাচদের বিপক্ষে সতীর্থের উইকেট উদ্যাপনেও কোহলিকে দেখা গেল তাঁর প্রিয় ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর মতো ‘সিউ’ উদ্যাপন করতে।
এ বিশ্বকাপেও এর আগেও বোলিংয়ে দেখা গিয়েছিল কোহলিকে। বাংলাদেশের বিপক্ষে হার্দিক পান্ডিয়া চোটে পড়লে তাঁর ওভারে বাকি ৩ বল করেন ৩৫ বছর বয়সী তারকা। ওয়ানডেতে কোহলির উইকেটসংখ্যা দাঁড়াল ৫। টেস্ট বোলিং করলেও উইকেট পাননি। টি-টোয়েন্টি তাঁর উইকেট ৪ টি। কোহলি বলে আউট হয়েছিলেন অ্যালিস্টার কুক, ক্রেইগ কিসওয়েটার, কুইন্টন ডি কক, ব্রেন্ডন ম্যাককালাম, কেভিন পিটারসেন, সামিট প্যাটেল, মোহাম্মদ হাফিজ, জনসন চার্লস। এবার সেই তালিকায় নাম লেখালেন স্কট এডওয়ার্ডস।
তাঁর সব মনোযোগ ব্যাটিংয়ে। এ বিশ্বকাপে দুর্দান্ত ফর্মেও আছেন। আজ বেঙ্গালুরুতে লিগ পর্বের শেষ ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে করেছেন ফিফটিও। বলতে গেলে, সবার আগেই সেমিফাইনাল নিশ্চিত করে ফেলা ভারতের জন্য ম্যাচটি নিয়মরক্ষার ছাড়ার কিছুই নয়।
তবে ১৫ নভেম্বর মুম্বাইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে সেমির আগে ডাচদের বিপক্ষে ম্যাচটি রোহিত শর্মারা খেললেন অনেকটা ওয়ার্ম-আপ ম্যাচ হিসেবে। টস জিতে শুরুতেই সেই ধুন্ধুমার ভারত। স্কোর দাঁড়ায় ৪ উইকেটে ৪১০ রান।
লক্ষ্য তাড়ায় ৭২ রানে ৩ উইকেট হারায় ডাচরা। এরপর মাঠেই ‘পিকনিক মুডে’ চলে যায় ভারত। অধিনায়ক রোহিত শর্মা একে একে বোলিংয়ে আনেন বিরাট কোহলি, শুবমান গিল ও সূর্যকুমার যাদবকে। মূলত ব্যাটার হওয়ায় তাঁদের সচরাচর বোলিংয়ে দেখা যায় না। ডাচদের বিপক্ষে মোট ৮ জনকে দিয়ে বোলিং করিয়েছেন রোহিত।
ডাচরা এখন পর্যন্ত যে ৫ উইকেট হারাল, তার একটি নিয়েছেন কোহলি। স্কট এডওয়ার্ডসকে তিনি থামান ১৭ রানে। ডাচ অধিনায়ক-উইকেটরক্ষককে গ্লাভস বন্দী করেন লোকেশ রাহুল। তাতেই এক অপেক্ষার অবসান হলো রোহিতের। ৯ বছর পর ওয়ানডে উইকেট পেলেন তিনি।
উইকেট পেয়েই উদ্যাপনে মেতে ওঠেন বিশ্বসেরা ব্যাটার। মাঠে বসে যে খেলা দেখছেন তাঁর স্ত্রী আনুশকা শর্মা! দিওয়ালিতে তাই কোহলির উদ্যাপনটাও হলো দ্বিগুণ। তাঁর উইকেটপ্রাপ্তির পরপরই ক্যামেরা খুঁজে নেয় আনুশকাকে। এ সময় এই বলিউড তারকাকে দেখা যায় বেশ হাস্যোজ্জ্বল মুখে। বোঝায় গেল, সঙ্গীর আনন্দে কেমন আনন্দিত তিনি।
মাঠে মাস্তির জন্য বেশ প্রশংসিত কোহলি। প্রায় সময় তাঁকে দেখা যায়, মন খুশি থাকলে দর্শকদের আনন্দ দিতে। আজ ডাচদের বিপক্ষে সতীর্থের উইকেট উদ্যাপনেও কোহলিকে দেখা গেল তাঁর প্রিয় ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর মতো ‘সিউ’ উদ্যাপন করতে।
এ বিশ্বকাপেও এর আগেও বোলিংয়ে দেখা গিয়েছিল কোহলিকে। বাংলাদেশের বিপক্ষে হার্দিক পান্ডিয়া চোটে পড়লে তাঁর ওভারে বাকি ৩ বল করেন ৩৫ বছর বয়সী তারকা। ওয়ানডেতে কোহলির উইকেটসংখ্যা দাঁড়াল ৫। টেস্ট বোলিং করলেও উইকেট পাননি। টি-টোয়েন্টি তাঁর উইকেট ৪ টি। কোহলি বলে আউট হয়েছিলেন অ্যালিস্টার কুক, ক্রেইগ কিসওয়েটার, কুইন্টন ডি কক, ব্রেন্ডন ম্যাককালাম, কেভিন পিটারসেন, সামিট প্যাটেল, মোহাম্মদ হাফিজ, জনসন চার্লস। এবার সেই তালিকায় নাম লেখালেন স্কট এডওয়ার্ডস।
সিলেট টেস্টে বাংলাদেশের বিপক্ষে ৩ উইকেটের ঐতিহাসিক জয় পেয়েছে জিম্বাবুয়ে। এই জয়ে জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানি অসাধারণ অবদান রাখেন। বাংলাদেশকে কাঁপিয়ে দেওয়ার পুরস্কার আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) থেকে পেয়েছেন মুজারাবানি।
২৭ মিনিট আগেচট্টগ্রাম টেস্টে ২১৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমেছে জিম্বাবুয়ে। কিন্তু ব্যাটিংয়ে নেমেই তাইজুল ইসলাম-নাঈম হাসানদের ঘূর্ণি জাদুতে কাঁপাকাঁপি অবস্থা তাদের। ২২ রানেই হারিয়েছে ৩ উইকেট। প্রথম ইনিংসে ৬ উইকেট নেওয়া তাইজুল এরই মধ্যে শিকার করেছেন ২ উইকেট। নাঈম নিয়েছেন একটি।
৩৭ মিনিট আগেচট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে দুপুরের সূর্যটা তখন মাথার ওপরে। কিছুক্ষণ আগে আকাশে যে মেঘ ছিল, সেটাও সরে গেছে। ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি করতে যে ২৪ রান বাকি ছিল, সেটা মেহেদী হাসান মিরাজ পূর্ণ করেছেন লাঞ্চের পরে।
১ ঘণ্টা আগেবিপিএল ছাড়াও দেশের বাইরে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার সুযোগ হয়েছে তাসকিন আহমেদ ও তাওহীদ হৃদয়ের। দুজনেই খেলেছেন লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল)। আর ২০২৫ এলপিএল মাঠে গড়ানোর আগে বাংলাদেশি ক্রিকেটারদের স্মৃতি জড়ানো দলগুলোর সঙ্গে চুক্তি বাতিল করল শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।
২ ঘণ্টা আগে