বাবার মৃত্যু, দুই ভাইয়ের ত্যাগ, আবেগতাড়িত ক্রিকেটার রবিউল
এই একটু আগেও রবিউল হককে দেখে বোঝার উপায় ছিল না, কতটা আবেগতাড়িত হতে যাচ্ছেন তিনি। সংবাদ সম্মেলনে কক্ষেই সেই আবেগ ছড়িয়ে পড়ল মুহূর্তে। রংপুর রাইডার্স ও খুলনা টাইগার্স ম্যাচে রংপুরের নায়ক রবিউল। ম্যাচ-সেরা হয়ে এসে রবিউল শোনালেন, বাবার