Ajker Patrika

সুযোগ করে দেওয়া মুশফিককে ‘ধন্যবাদ’ জানালেন জাকির 

সুযোগ করে দেওয়া মুশফিককে ‘ধন্যবাদ’ জানালেন জাকির 

ক্যারিয়ারের বেশির ভাগ সময় চার নম্বরে ব্যাটিং করেছেন মুশফিকুর রহিম। সিলেট স্ট্রাইকার্সে এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ‘প্রিয় পজিশনটা’ জাকির হাসানকে ছেড়ে দিয়েছেন মুশফিক। জাকিরও সুযোগটা দারুণভাগে কাজে লাগাচ্ছেন। মুশফিককে তাই ‘ধন্যবাদ’ জানালেন তরুণ এই বাঁহাতি ব্যাটার।

এবারের বিপিএলে এখন পর্যন্ত জাকির খেলেছেন ৪ ম্যাচ। ৫৭ বলে করেছেন ১০০ রান। চার এবং ছক্কা মেরেছেন ৭টি করে। ৩ ম্যাচে চার নম্বরে এবং ১ ম্যাচে তিন নম্বরে ব্যাটিং করেছেন। মুশফিকের জায়গায় ব্যাটিং করা সম্মানের মনে করছেন জাকির। এই বাঁহাতি ব্যাটার বলেন, ‘মুশফিক ভাইয়ের মতো ক্রিকেটার ওনার জায়গা ছেড়ে আমাকে সুযোগ করে দিচ্ছেন। আসলে এটা বলার মতো ভাষা নেই। আমি, তৌহিদ হৃদয় বা আমার মতো যারা আছে, উনি সবসময়ই জিনিসটা ফ্লেক্সিবল করে দিয়েছেন। এই জিনিসটা খুবই ভালো লাগে।’ 

১০০ রানের মধ্যে সর্বোচ্চ ৪৩ রান জাকির করেছেন ফরচুন বরিশালের বিপক্ষে। ১৯৫ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ১১.৪ ওভারে ১০২ রানে ২ উইকেট হারায় সিলেট। ব্যাটিংয়ে নেমে ১৮ বলে ৪ চার ও ৩ ছক্কায় ৪৩ রানের ঝোড়ো ইনিংস খেলেন। এই ইনিংসেই মূলত সিলেটের জয় সহজ করে দিয়েছিল। সেই ইনিংস সম্পর্কে জাকিরের বক্তব্য, ‘যেটা আমরা বরিশালের সঙ্গে ম্যাচ জিতেছি, ওটার পরিস্থিতিই ডিমান্ড করেছিল অমন খেলার। চেষ্টা করেছি ওই অনুযায়ী খেলার, বাকিটা আল্লাহর রহমত, আমিও পেরেছি।’

সিলেট দলকে এবার নেতৃত্ব দিচ্ছেন মাশরাফি বিন মর্তুজা। মাশরাফির নেতৃত্বে খেলাটা খুব উপভোগ করেন বলে জানিয়েছেন জাকির। বাংলাদেশের এই বাঁহাতি ব্যাটার বলেন, ‘মাশরাফি ভাইয়ের নেতৃত্বে খেলতে সবসময় ভালো লাগে। উনার সঙ্গে আরও একবার খেলেছি, চ্যাম্পিয়ন হয়েছিলাম। এবারও খুব ভালো লাগছে। কোনো চাপ নেই, উনি বলেছেন নিজের স্বাধীনতা নিয়ে খেলতে। কোনো ভয় নেই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

চিন্ময় দাসের জামিন স্থগিতের আবেদন, শুনানি রোববার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত