Ajker Patrika

চিল্লাচিল্লি করি এটা কি চান, প্রশ্নবিদ্ধ আম্পায়ারিং নিয়ে কুমিল্লার কোচ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ১৫ জানুয়ারি ২০২৩, ১৮: ২৬
চিল্লাচিল্লি করি এটা কি চান, প্রশ্নবিদ্ধ আম্পায়ারিং নিয়ে কুমিল্লার কোচ

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) টানা তৃতীয় ম্যাচে হারল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আজ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ফরচুন বরিশালের বিপক্ষে হেরেছে ১২ রানে। হারের পর আম্পায়ারিং নিয়ে প্রশ্ন তুলেছেন কুমিল্লার কোচ মোহাম্মদ সালাউদ্দিন। 

 ১৭৭ রান তাড়ায় ৯৯ রানে চতুর্থ উইকেট হারায় কুমিল্লা। তখন ৬ নম্বর ব্যাটার হিসেবে মাঠে নামেন জাকের আলী। কিন্তু তৃতীয় বলেই আউট জাকের। ইফতিখার আহমেদের বলে এলবিডব্লিউ হন তিনি।

এই আউটটি সঠিক ছিল না বলে মনে করছেন সালাউদ্দিন। কুমিল্লার কোচ বললেন, ‘টি-টোয়েন্টিতে যখন একটা ছন্দ পাওয়া যায়, তখন ওই অবস্থায় একটা উইকেট পড়ে গেলে খেলাটার জন্য তা ভালো না। হতে পারে আবার নাও হতে পারে (জাকেরের আউটে ব্যাটিংয়ে ছন্দপতন)। এটা নিয়ে আর ফিরতে পারব না। আমরা হেরে গেছি সেটাই সত্য। আমরা এই অবস্থা থেকে কীভাবে ঘুরে দাঁড়াতে পারি, সেটাই বড় কথা।’ 

জাকেরের আউট নিয়ে সালাউদ্দিন বলেন, ‘আমি শুরুতেই বলেছিলাম এক-দুটা সিদ্ধান্তে ম্যাচ হেরে যায়। সিদ্ধান্তগুলো যদি আরেকটু চিন্তাভাবনা করে দেওয়া হয়, তাহলে ভালো। খালি চোখে যেটা আমরা দেখছি নট আউট, সেটা থার্ড আম্পায়ার আউট দিয়ে দিচ্ছে। কী করতে পারি? আমাদের তো কিছু করার নেই। আমরা মাঠে চিল্লাচিল্লি করি—এটা কি চান?’ 

সালাউদ্দিন মনে করেন এটা নিয়ে প্রতিবাদ বা লিখিত অভিযোগ করেও লাভ নেই। তিনি বলেছেন, ‘যেহেতু খেলা চলছে। প্রতিবাদ করেও তো লাভ নেই। আমরা লিখিত দেব বা প্রতিবাদ করব, সেটা করেও তো লাভ নেই। কোনো লাভ হবে না। আসলে কিছু করার নেই। হাত-পা বাঁধা আছে। যা হবার তাই হবে, আর কি।’ 

এডিআরএস নিয়ে অনেক কথা হয়েছে। কেউ কেউ আবার এটি না থাকলে আরও ভালো হতে বলেও দাবি করেছেন। সালাউদ্দিনও সেই দলের পক্ষে কথা বললেন, ‘এডিআরএস থাকার চেয়ে না থাকাই ভালো আমার মনে হয়। আম্পায়ার যেটা দিয়ে দেবে, সেটা দেওয়াই ভালো। এটা তো একেবারে লেগ স্টাম্পের বাইরে পিচ করেছে, এমন না যে...। প্রথম ম্যাচেও একটা সিদ্ধান্ত খারাপ হয়েছে, আজকেও। আমার কাছে মনে হয়েছে এটা। তবে এমন ডিআরএস থাকার চেয়ে না থাকাই ভালো। 

‘আমি জানি না...উনাদের রুলস হয়তো নতুন কিছু থাকতে পারে। একটু হয়তো কিছু একটা হয়তো ছায়াটায়া ছিল। আমি জানি না। কিন্তু এটা তাদের রুলসটুলস হতে পারে। এ কারণে আম্পায়ার দিয়ে দিলে, সেটা দিলেই খুশি হব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সিলেটে পাথর লুটে জড়িত দুই দলের ৩৫ নেতা

আলাস্কা বৈঠকে পুতিনের দেহরক্ষীর হাতে ‘মলমূত্রবাহী স্যুটকেস’ কেন

সিলেটের ডিসি হলেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শাস্তি পাওয়া সারওয়ার আলম

একটি খনি ঘিরে সমৃদ্ধির স্বপ্ন দেখছে পাকিস্তান, কিন্তু চাবিকাঠি চীনের কাছে

আমরা দখল করি লঞ্চঘাট-বাসস্ট্যান্ড, জামায়াত করে বিশ্ববিদ্যালয়: আলতাফ হোসেন চৌধুরী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত