Ajker Patrika

হেলিকপ্টারে চট্টগ্রামে পৌঁছেই মাঠে নেমে ৭ বছর আগের স্মৃতি ফেরালেন রিজওয়ান 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম থেকে
আপডেট : ১৪ জানুয়ারি ২০২৩, ১৫: ১৮
হেলিকপ্টারে চট্টগ্রামে পৌঁছেই মাঠে নেমে ৭ বছর আগের স্মৃতি ফেরালেন রিজওয়ান 

যুগটা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের বলেই কিনা রাতারাতি কত কিছু ঘটে যায়! গত রাতে মোহাম্মদ রিজওয়ান করাচির ন্যাশনাল স্টেডিয়ামে পাকিস্তানের হয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে খেললেন। সেই রিজওয়ানই এখন কুমিল্লা ভিক্টোরিয়ানসের জার্সিতে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

করাচিতে শেষ ম্যাচটি হেরে কিউইদের কাছে ওয়ানডে সিরিজ খুইয়েছে পাকিস্তান। ম্যাচ শেষ করেই রিজওয়ান ঢাকার বিমান ধরেন। ঢাকায় এসে পৌঁছান ১০টা ২০ মিনিটের দিকে। সেখান থেকে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের পেছনে মহিলা ক্রীড়া কমপ্লেক্সে হেলিকপ্টারে করে দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে নামেন রিজওয়ান।

বিপিএল খেলতে আজ এমনিতে রিজওয়ানের বাংলাদেশে আসার কথা ছিল। তবে এসেই যেভাবে মাঠে নেমে গেছেন, সেটাই চমক জাগিয়েছে। একাদশে থাকলেও আজ ফরচুন বরিশালের বিপক্ষে টস জিতে ফিল্ডিং বেছে নেওয়া কুমিল্লার হয়ে রিজওয়ান উইকেটকিপিং করছেন না।

হেলিকপ্টারে করে চট্টগ্রামে পৌঁছেই মাঠে নেমে যাওয়ার ঘটনা বিপিএলে অবশ্য নতুন নয়। আগের ঘটনার সঙ্গেও জড়িয়ে এক পাকিস্তানি। ২০১৫ সালে চট্টগ্রাম ভাইকিংসের হয়ে এমন অভিজ্ঞতা হয়েছিল রিজওয়ানের মতোই উইকেটকিপার-ব্যাটার উমর আকমলের। রাতে শারজায় উমর ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি খেলেছিলেন। ম্যাচ শেষ করেই রাতেই ঢাকার বিমান ধরে সকালে পৌঁছান। এরপর হেলিকপ্টারে চট্টগ্রামে পৌঁছেই নেমে যান রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভিসা ছাড়া পাকিস্তান সফরের চুক্তি হতে পারে শিগগির

স্ত্রীকে হতে হবে নোরা ফাতেহির মতো, না খাইয়ে রেখে তিন ঘণ্টা করে ব্যায়াম করান স্বামী

ঢাকা কলেজের বাস ভাঙচুর, আবারও শিক্ষার্থীদের সংঘর্ষ, পুলিশের টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড

সাদাপাথর লুট: ৫১ ব্যক্তি ও প্রতিষ্ঠানের সংশ্লিষ্টতা পেয়েছে দুদক

বাংলা বলায় কলকাতার মার্কেটে ছুরি, বন্দুকের বাঁট ও হকিস্টিক নিয়ে ছাত্রদের ওপর হামলা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত