Ajker Patrika

চালু হলো বিসিবির ১৩ কোটি টাকার ইনডোর

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম থেকে
আপডেট : ১৪ জানুয়ারি ২০২৩, ২০: ১৪
চালু হলো বিসিবির ১৩ কোটি টাকার ইনডোর

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের নতুন ইনডোরের সব তৈরি হয়েই ছিল। তবে উদ্বোধনের অপেক্ষা বাড়ছিল। আজ অপেক্ষা ফুরিয়েছে। উদ্বোধন হয়েছে বিশ্বমানের সুযোগ-সুবিধাসংবলিত ‘স্মার্ট ইনডোর ক্রিকেট কমপ্লেক্স’। ইনডোর কমপ্লেক্সের উদ্বোধন করেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব কাজী ওয়াছি উদ্দিন।

উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন বিসিবির পরিচালক ও চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিন। উপস্থিত ছিলেন ইনডোর তৈরির কাজে সহায়তা করা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ। নতুন এই ইনডোর স্টেডিয়ামে রয়েছে চারটি উইকেট। এর মধ্যে দুটি টাফ ও দুটি ম্যাট উইকেট। এ ছাড়া আছে ক্রিকেটারদের লকার রুম, কনফারেন্স রুম ও চেঞ্জিং রুম।

জাপানের সহযোগিতা সংস্থা জাইকার অর্থায়নে ও তত্ত্বাবধানে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের এই অত্যাধুনিক ইনডোর তৈরি হয়েছে। এটি তৈরিতে কত টাকা খরচ হয়েছে, প্রশ্নে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব কাজী ওয়াছি উদ্দিন বলেছেন, ‘এই প্রকল্পের জন্য সব মিলিয়ে ১৩ কোটি টাকা খরচ হয়েছে। আমাদের উদ্দেশ ছিল, স্টেডিয়ামটা (ইনডোর স্টেডিয়াম) যেন সুন্দর হয়। খেলোয়াড়েরা যাতে সব ধরণের সুযোগ-সুবিধা পান—এটা মাথায় রেখে এই ইনডোর করা হয়েছে।’ 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে ইনডোরের সঙ্গে একটি একাডেমি তৈরির দাবি আছে বলে জানালেন কাজী ওয়াছি উদ্দিন, ‘ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে একটা দাবি আছে, এখানে একটা একাডেমি ভবন করার জন্য। এটা নিয়ে এদের (জাইকার) কী পরিকল্পনা আছে জানালে, সিডিএকে দিয়ে আমরা এই কাজটা করানোর ব্যাপার বিবেচনা করতে পারি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভিসা ছাড়া পাকিস্তান সফরের চুক্তি হতে পারে শিগগির

স্ত্রীকে হতে হবে নোরা ফাতেহির মতো, না খাইয়ে রেখে তিন ঘণ্টা করে ব্যায়াম করান স্বামী

ঢাকা কলেজের বাস ভাঙচুর, আবারও শিক্ষার্থীদের সংঘর্ষ, পুলিশের টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড

সাদাপাথর লুট: ৫১ ব্যক্তি ও প্রতিষ্ঠানের সংশ্লিষ্টতা পেয়েছে দুদক

বাংলা বলায় কলকাতার মার্কেটে ছুরি, বন্দুকের বাঁট ও হকিস্টিক নিয়ে ছাত্রদের ওপর হামলা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত