Ajker Patrika

‘রাজা’ হতে চান রাজা

লাইছ ত্বোহা, ঢাকা
‘রাজা’ হতে চান রাজা

রুবেল হোসেনের মতো অভিজ্ঞ বোলার থাকা সত্ত্বেও বিপিএলে তরুণ পেসার রেজাউর রহমান রাজার ওপর আস্থা রেখেছে সিলেট স্ট্রাইকার্স। আস্থার প্রতিদান দিতেও দেরি করেননি রাজা। প্রথম ম্যাচেই চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ৪ ওভারে ৩.৫০ ইকোনমিতে ১৪ রানে নিয়েছেন ৪ উইকেট। এ পর্যন্ত এবারের বিপিএলের এটাই সেরা বোলিং ফিগার।

রাজার ওপর আস্থা রাখা ছিল চ্যালেঞ্জের। সিলেটের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা বলেছিলেন, ‘অবশ্যই চ্যালেঞ্জ ছিল। তবে আস্থা ছিল ওর (রাজা) ওপর। সে খেলার মধ্যে ছিল এবং “এ” দলের সঙ্গে বিভিন্ন ট্যুরে খেলেছে।’

২৩ বছর বয়সী রাজা ৪ ম্যাচে ৬ উইকেট নিয়ে বিপিএলে যৌথ দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি। উচ্চাকাঙ্ক্ষী রাজার লক্ষ্য ‘রাজা’ হওয়া। বিপিএলে নিজের লক্ষ্য নিয়ে গতকাল আজকের পত্রিকাকে তিনি বলেছেন, ‘ছয় উইকেট নিয়েছি। আরও ভালো করতে চাই। আমার লক্ষ্য, বিপিএলে সর্বোচ্চ উইকেট শিকারি হওয়া।’ 

টেপ টেনিস বলের ক্রিকেট খেলে আন্তর্জাতিক ক্রিকেট মঞ্চ মাতানো ক্রিকেটারের সংখ্যা ইতিহাসে কম নেই। পাড়ার টুর্নামেন্টে ভালো করার বিশেষ খ্যাতি ছিল সিলেট ওসমানীনগরের ছেলে রাজারও। আন্তর্জাতিক সার্কিটে এখনো পা পড়েনি, তবে অপেক্ষায় আছেন অনেক দিন ধরেই। ২০২১ সালে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টেস্ট দলে জায়গা হয় তাঁর। তবে এখনো একাদশে থেকে মাঠে নামা হয়নি।

বিপিএলে আগামী সোমবার ঢাকার বিপক্ষে খেলবেন রাজারা। সেরাটা দিতে ভালো প্রস্তুতিও নিচ্ছেন তাঁরা। জিম সেশনে থেকেই গতকাল দলের অ্যাকটিভিটিস নিয়ে রাজা বলেছেন, ‘১১টা থেকে মাঠে অনুশীলন ছিল। এখন (বিকেলে) জিম সেশনে আছি।’

নিজের ক্যারিয়ার ‘রাজার’ মতো হোক, এমন প্রত্যাশায় রাজা বলেছেন, ‘ইনশা আল্লাহ হবে। দোয়া করবেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত