নিজেকে ২৫ বছর বয়সী মনে করেন শোয়েব মালিক
চল্লিশে নাকি চালশে হয়। কাগজে কলমে আর দুই দিন পর ৪১ ছুঁতে যাওয়া শোয়েব মালিককে দেখে সেটা বোঝার উপায় কই? এখনো ম্যাচের সবার আগে অনুশীলনে উপস্থিতি, বাড়তি সময় দেওয়া, মেদহীন একহারা শরীর দেখে মনে হবে ২৫ বছরের কোনো ক্রিকেটার।