Ajker Patrika

সিলেটে কালোবাজারে বিপিএলের টিকিট বিক্রি, স্বেচ্ছাসেবীর কার্ডধারীসহ দুজন আটক

নিজস্ব প্রতিবেদক, সিলেট
সিলেটে কালোবাজারে বিপিএলের টিকিট বিক্রি, স্বেচ্ছাসেবীর কার্ডধারীসহ দুজন আটক

সিলেটে বেশি দামে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) টিকিট বিক্রির সময় দুজন আটক হয়েছেন। আজ সোমবার দুপুরে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের প্রধান গেটের সামনে থেকে তাঁদের আটক করে পুলিশে সোপর্দ করে জনতা।

বিষয়টি নিশ্চিত করে নগর পুলিশের এয়ারপোর্ট থানার উপপরিদর্শক (এসআই) গৌতম চন্দ্র দাশ আজকের পত্রিকাকে জানান, জনতার হাতে আটক হওয়া পারভেজ আহমদের (৩০) গলায় বিসিবির কর্মকর্তার কার্ড ঝোলানো ছিল। তাঁকে বিসিবির লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে। আর বাপ্পী নামের আরেক যুবককে কয়েকটি টিকিট বিক্রিকালে হাতেনাতে ধরে ফেলে জনতা। তাঁকে জিজ্ঞাসাবাদ চলছে।’

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের গণসংযোগ কর্মকর্তা ফরহাদ কোরেশী আজকের পত্রিকাকে বলেন, ‘টিকিট বিক্রিকালে পুলিশ দুজনকে আটক করেছে বলে জানতে পেরেছি। তবে এ দুজন কারা সেটা জানি না।’

সংশ্লিষ্ট সূত্র জানায়, এবার বিপিএলে ব্যবস্থাপনার দায়িত্বরতদের ৮টি ক্যাটাগরিতে কার্ড দেওয়া হয়েছে। আটক পারভেজ স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করতে পারেন। কেননা এবার স্বেচ্ছাসেবী ক্যাটাগরিতে সেভাবে যাচাই-বাছাই না করে পাসকার্ড দেওয়া হয়েছে। স্বেচ্ছাসেবীদের নির্দিষ্ট কোনো কাজ নেই। তাই সেই সুযোগে এমন কাজ করতে পারেন কেউ।

গত বৃহস্পতিবার থেকে সিলেটে বিপিএলের টিকিট বিক্রি শুরু হয়। ওইদিন মাত্র আধা ঘণ্টায় ২০০ ও ৩০০ টাকা দামের টিকিট বিক্রি শেষ হয়ে যায়। সেদিনই টিকিট বিক্রির অভিযোগে ৩ জনকে আটক করা হয়।

অভিযোগ উঠেছে, সংশ্লিষ্টদের সহযোগিতায় টিকিট নির্দিষ্ট কিছু লোকের কাছে সব বিক্রি করা হয়েছে। এভাবে প্রতিদিন টিকিটের জন্য হাহাকার করছেন ক্রীড়ামোদিরা। পক্ষান্তরে বুথে না মিললেও স্টেডিয়ামে হাতে হাতে চড়া মূল্যে বিপিএলের টিকিট বিক্রি হচ্ছে। এর বাইরেও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন আইডি ব্যবহার করে ঘোষণা দিয়ে টিকিট বিক্রির হিড়িক পড়েছে। আর প্রতিদিন টিকিট কালোবাজারির দায়ে একাধিক লোকজনকে আটক করা হচ্ছে। কিন্তু এর স্থায়ী কোনো সুরাহা হচ্ছে না।

গত শুক্রবার বিকেলে রংপুর রাইডার্স ও সিলেট স্ট্রাইকার্সের ম্যাচ চলাকালে প্রেসবক্সের সামনে সাংবাদিকদের মুখোমুখি হন বিসিবির পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল।

ওইদিন টিকিট নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আসন সংখ্যা প্রায় সাড়ে ১৮ হাজার। এর মধ্যে অংশগ্রহণকারী দল বড় অংশের টিকিট কিনে নেয়। আমার জানামতে সিলেট স্ট্রাইকার্সও হাজার পাঁচেক টিকিট কিনে নিয়েছে। এরপরও টিকিট বাড়তি দামে বিক্রির কোনো অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার জন্য একজন নির্বাহী ম্যাজিস্টেট ও আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে। এ ছাড়া আমাদের লোকেরাও নজরদারি করে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গভর্নর আমাকে বাধ্যতামূলক ছুটি দেওয়ার কে: বিএফআইইউর প্রধান শাহীনুল

সেই রুহুল আমিনের বসুন্ধরা, বনানী ও উত্তরার জমিসহ ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

ঠাকুরগাঁওয়ের ৩টি আসনেই জয়ী হবে জামায়াত: মাওলানা হালিম

৬১৫ কোটি টাকা আত্মসাৎ: এক্সিম ব্যাংকের নজরুল ইসলাম মজুমদারসহ ৩০ জনের নামে মামলা

আক্কেলপুরে ‘একঘরে’ করে রাখা দিনমজুরকে মারধর, থানায় মামলা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত