নিজস্ব প্রতিবেদক, সিলেট থেকে
খুলনার বিপক্ষে কুমিল্লা ভিক্টোরিয়ানসের অধিনায়ক ইমরুল কায়েস গত পরশু দুবার আম্পায়ারের দিকে তেড়ে গেছেন। মোস্তাফিজুর রহমানের বল ‘নো’ ডাকেন আম্পায়ার। এ নিয়ে মাঠেই আম্পায়ারের সঙ্গে ইমরুলের কিছুক্ষণ তপ্ত বাক্যবিনিময় হয়েছে।
বিপিএলে প্রশ্নবিদ্ধ আম্পায়ারিং নতুন নয়। কিন্তু এতে হুটহাট কড়া প্রতিক্রিয়া দেখানোর ঘটনা এবার একটু যেন বেশিই হচ্ছে। এতে শাস্তির মুখেও পড়েছেন কেউ কেউ। দুবার জরিমানা গুনেছেন রংপুর রাইডার্সের অধিনায়ক নুরুল হাসান সোহান। তাঁর নামের পাশে যোগ হয়েছে তিনটি ডিমেরিট পয়েন্ট। আর ১ পয়েন্ট হলেই সোহান এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়বেন।
ঢাকায় প্রথম পর্বে আম্পায়ারের সিদ্ধান্তের বিপক্ষে অসন্তুষ্টি প্রকাশ করে সাকিব আল হাসান যেভাবে তেড়ে গিয়েছিলেন মাঠের দিকে, সেটি নিয়েও কম আলোচনা হয়নি। বিপিএলে ক্রিকেটাররা কেন ঘন ঘন মেজাজ হারাচ্ছেন কিংবা আচরণবিধি ভঙ্গের কাজ করছেন, গত পরশু সংবাদ সম্মেলনে সেটির ব্যাখ্যায় কুমিল্লা অধিনায়ক ইমরুল কায়েস বলছিলেন, ‘মাঠের ভেতরে অনেক কিছুই হয়। সবাই উত্তেজিত থাকে, সবাই নিজের দলকে জেতাতে চায়। অনেক সময় আমাদেরও ভুল হয়। খেলোয়াড়েরা মাঠে দেখে যে রকমভাবে, সেটা নাও হতে পারে।’
এবারও বিপিএলে ডিআরএস না থাকায় অনেক আলোচনা-সমালোচনা হয়েছে। বিকল্প যে প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে, সেটা সমাধানের চেয়ে মাঠে সংশয় আর বিতর্কই বাড়িয়েছে। এই বিকল্প ডিআরএস নিয়ে মন্তব্য করে এরই মধ্যে জরিমানা গুনেছেন কুমিল্লার কোচ মোহাম্মদ সালাউদ্দিনের মতো ঘরোয়া ক্রিকেটের সফল কোচও।
বিষয়টি নিয়ে কদিন আগে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী আজকের পত্রিকাকে বলছিলেন, ‘আইসিসি থেকে আমাদের কাছে আসা রিপোর্টে আম্পায়ারদের সঠিক ও ভুলের যে শতাংশ দেখি, সেখানেও তো শতভাগ সঠিক সিদ্ধান্ত দেখা যায় না। আইসিসির ইভেন্টে সর্বোচ্চ প্রযুক্তি ব্যবহার করেও ভুল সিদ্ধান্ত হচ্ছে। শতভাগ সঠিক চাইলে রোবট দিয়ে আম্পায়ারিং করাতে হবে। (বিপিএলে) ডিআরএস থাকলে ভুল সিদ্ধান্ত হতো না কিংবা শতভাগ সঠিক সিদ্ধান্ত হতো, এ ধারণাও ভুল। খেলোয়াড়দের অনেকেই নিয়ম না বুঝেই মন্তব্য বা প্রতিক্রিয়া দেখাচ্ছে।’
খুলনার বিপক্ষে কুমিল্লা ভিক্টোরিয়ানসের অধিনায়ক ইমরুল কায়েস গত পরশু দুবার আম্পায়ারের দিকে তেড়ে গেছেন। মোস্তাফিজুর রহমানের বল ‘নো’ ডাকেন আম্পায়ার। এ নিয়ে মাঠেই আম্পায়ারের সঙ্গে ইমরুলের কিছুক্ষণ তপ্ত বাক্যবিনিময় হয়েছে।
বিপিএলে প্রশ্নবিদ্ধ আম্পায়ারিং নতুন নয়। কিন্তু এতে হুটহাট কড়া প্রতিক্রিয়া দেখানোর ঘটনা এবার একটু যেন বেশিই হচ্ছে। এতে শাস্তির মুখেও পড়েছেন কেউ কেউ। দুবার জরিমানা গুনেছেন রংপুর রাইডার্সের অধিনায়ক নুরুল হাসান সোহান। তাঁর নামের পাশে যোগ হয়েছে তিনটি ডিমেরিট পয়েন্ট। আর ১ পয়েন্ট হলেই সোহান এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়বেন।
ঢাকায় প্রথম পর্বে আম্পায়ারের সিদ্ধান্তের বিপক্ষে অসন্তুষ্টি প্রকাশ করে সাকিব আল হাসান যেভাবে তেড়ে গিয়েছিলেন মাঠের দিকে, সেটি নিয়েও কম আলোচনা হয়নি। বিপিএলে ক্রিকেটাররা কেন ঘন ঘন মেজাজ হারাচ্ছেন কিংবা আচরণবিধি ভঙ্গের কাজ করছেন, গত পরশু সংবাদ সম্মেলনে সেটির ব্যাখ্যায় কুমিল্লা অধিনায়ক ইমরুল কায়েস বলছিলেন, ‘মাঠের ভেতরে অনেক কিছুই হয়। সবাই উত্তেজিত থাকে, সবাই নিজের দলকে জেতাতে চায়। অনেক সময় আমাদেরও ভুল হয়। খেলোয়াড়েরা মাঠে দেখে যে রকমভাবে, সেটা নাও হতে পারে।’
এবারও বিপিএলে ডিআরএস না থাকায় অনেক আলোচনা-সমালোচনা হয়েছে। বিকল্প যে প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে, সেটা সমাধানের চেয়ে মাঠে সংশয় আর বিতর্কই বাড়িয়েছে। এই বিকল্প ডিআরএস নিয়ে মন্তব্য করে এরই মধ্যে জরিমানা গুনেছেন কুমিল্লার কোচ মোহাম্মদ সালাউদ্দিনের মতো ঘরোয়া ক্রিকেটের সফল কোচও।
বিষয়টি নিয়ে কদিন আগে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী আজকের পত্রিকাকে বলছিলেন, ‘আইসিসি থেকে আমাদের কাছে আসা রিপোর্টে আম্পায়ারদের সঠিক ও ভুলের যে শতাংশ দেখি, সেখানেও তো শতভাগ সঠিক সিদ্ধান্ত দেখা যায় না। আইসিসির ইভেন্টে সর্বোচ্চ প্রযুক্তি ব্যবহার করেও ভুল সিদ্ধান্ত হচ্ছে। শতভাগ সঠিক চাইলে রোবট দিয়ে আম্পায়ারিং করাতে হবে। (বিপিএলে) ডিআরএস থাকলে ভুল সিদ্ধান্ত হতো না কিংবা শতভাগ সঠিক সিদ্ধান্ত হতো, এ ধারণাও ভুল। খেলোয়াড়দের অনেকেই নিয়ম না বুঝেই মন্তব্য বা প্রতিক্রিয়া দেখাচ্ছে।’
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫