Ajker Patrika

সিলেট বাদে স্বস্তিতে নেই কোনো দলই

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সিলেট বাদে স্বস্তিতে নেই কোনো দলই

লিগ পর্ব যত শেষের দিকে এগোচ্ছে, বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) লড়াইয়ের ঝাঁজও যেন তত তীব্র হচ্ছে। সিলেট পর্ব শেষে আগামীকাল শুরু ঢাকার তৃতীয় পর্ব। সিলেট থেকে সেরা হয়ে ফিরেছে সিলেট স্ট্রাইকার্সই। তারা বাদে আর কোনো দলই আসলে স্বস্তিতে নেই।

দুই ম্যাচ বাকি থাকতেই সবার আগে শেষ চার নিশ্চিত করে মাশরাফি বিন মর্তুজার সিলেট। ফরচুন বরিশাল, কুমিল্লা ভিক্টোরিয়ানস, রংপুর রাইডার্স আর ঢাকা ডমিনেটরস তীব্র লড়াই করছে শেষ চারে ওঠার। ১০ ম্যাচে ৮ জয়ে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে সিলেট। ৯ ম্যাচে ৬ জয়ে বরিশাল ও কুমিল্লার ১২ পয়েন্ট। নেট রানরেট এগিয়ে থেকে বর্তমান রানার্সআপ বরিশাল দুইয়ে আর চ্যাম্পিয়ন কুমিল্লার অবস্থান তিনে।

পয়েন্ট টেবিলের চারে থাকা রংপুরের ৮ ম্যাচে পাঁচ জয়ে ১০ পয়েন্ট। বাকি চার ম্যাচে তাদের প্রতিপক্ষ বরিশাল, কুমিল্লা, সিলেট ও ঢাকা। সোহানদের সামনে চারটিই কঠিন পরীক্ষা হতে যাচ্ছে, আর বলার অপেক্ষা রাখে না।

পাঁচে থাকা ঢাকার ১০ ম্যাচে ৬ পয়েন্ট। সামনের দুটি ম্যাচ জিতলে তাদের হবে ১০ পয়েন্ট। শেষ চারে থাকতে তাদের তাকিয়ে থাকতে হবে রংপুরের দিকে। রংপুর সামনের চারটি ম্যাচে হারলে আর ঢাকা নিজেদের শেষ দুই ম্যাচে জিতলে এবং রংপুরকে নেট রানরেটে পেছনে ফেলতে পারলে তবেই সুযোগ পাবে তারা। ৯ ম্যাচে ৪ পয়েন্ট খুলনা ও চট্টগ্রামের। তাদের হিসেবও ঢাকার মতো কঠিন।

পয়েন্ট টেবিলে শীর্ষ চার দলকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন পাকিস্তানের ক্রিকেটাররা। দেশে ফিরে যাওয়ার বাধ্যবাধকতায় পাকিস্তানি ক্রিকেটারদের বিপিএলের বাকি অংশে পাচ্ছে না দলগুলো। বিষয়টি নিয়ে সিলেট অধিনায়ক মাশরাফি বলেছিলেন, ‘বিভিন্ন টুর্নামেন্ট চলছে একসঙ্গে, খেলোয়াড়েরা চলে যাবে একটা নির্দিষ্ট সময়ে। ফ্র্যাঞ্চাইজি সেটা মাথায় রেখেই দল সাজিয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গভর্নর আমাকে বাধ্যতামূলক ছুটি দেওয়ার কে: বিএফআইইউর প্রধান শাহীনুল

সেই রুহুল আমিনের বসুন্ধরা, বনানী ও উত্তরার জমিসহ ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

ঠাকুরগাঁওয়ের ৩টি আসনেই জয়ী হবে জামায়াত: মাওলানা হালিম

৬১৫ কোটি টাকা আত্মসাৎ: এক্সিম ব্যাংকের নজরুল ইসলাম মজুমদারসহ ৩০ জনের নামে মামলা

আক্কেলপুরে ‘একঘরে’ করে রাখা দিনমজুরকে মারধর, থানায় মামলা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত