ডাকের রেকর্ডে মাশরাফি-সৌম্যদের সঙ্গে পাল্লা দিচ্ছেন লিটন
এই ভালো তো, এই খারাপ-লিটন দাসের অবস্থা এমনই। ধারাবাহিকভাবে পারফর্ম করার অভ্যাসটা তিনি এখনো রপ্ত করতে পারেননি। মিরপুরে আজ তিনি আউট হয়েছেন রানের খাতা খোলার আগেই। তাতে এক বিব্রতকর রেকর্ডে নাম উঠে গেছে বাংলাদেশের এই ব্যাটারের। তাতে মাশরাফি বিন মর্তুজা, সৌম্য সরকারের আরও কাছে পৌঁছালেন লিটন।