হারতে হারতে সর্বোচ্চ হারের রেকর্ড সুজনের
বিপিএলে দুর্দান্ত গতিতে ছুটছে রংপুর রাইডার্স। ‘ছুটছে’ ঢাকা ক্যাপিটালসও, তবে উল্টো দিকে। ‘পাঁচে পাঁচ’ করে যখন লিগ টেবিলের শীর্ষে রংপুর, তখন চার ম্যাচের চারটিতেই হেরে সবার নিচে অবস্থান ঢাকার। বিপরীতমুখী যাত্রায় বিব্রতকর এক রেকর্ড হয়ে গেল ঢাকার ঢাকার প্রধান কোচ খালেদ মাহমুদ সুজনের।