অনলাইন ডেস্ক
দুর্দান্ত এক রেকর্ড গড়েছেন তাসকিন আহমেদ। আজ বিপিএলে প্রথম বোলার হিসেবে এক ইনিংসে ৭ উইকেট নিয়ে গড়া রেকর্ড উৎসর্গ করেছেন ছেলে তাশফিনকে।
মিরপুরে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তাসকিন বলেন, ‘যদি ভালো উইকেট পাই, আমার ছেলে এবং বাবা খুশি হয়। নিঃসন্দেহে ওদের সমর্থন আমার বড় অনুপ্রেরণা। যেদিন আমি ভালো বোলিং করতে পারি না, তখন তাশফিন মন খারাপ করে। আজকে নিশ্চিত, সে অনেক খুশি। এটা তাশফিনের জন্যই।’
তাসকিনের মুখে শোভা পাচ্ছে বেশ পুরো গোঁফ! দেখলে অজি পেসার মনে হয়—সংবাদ সম্মেলন থেকে বের হওয়ার সময় শুনে হাসলেন রাজশাহীর পেসার। সাম্প্রতিক হেয়ার স্টাইলটা আশি-নব্বই দশকের, ঘাড় পর্যন্ত লম্বা চুল। চুল-গোঁফে নতুন যে ‘লুক’টা দেখা যাচ্ছে, এটির পেছনের গল্প তিনি সংবাদ সম্মেলনে শুনিয়েছেন এভাবে, ‘বাবার ছোটবেলার একটা ছবি দেখলাম মোচ-টোচ রাখা, ভাবলাম আমিও রেখে দেখি কিছুদিন।’
৭ উইকেট যে তিনি পাবেন, এটা নাকি ভাবনাতেও ছিল তাসকিনের! সেটির পেছনেও একটা মজার গল্প আছে। শুনুন তাসকিনের কাছ থেকেই, ‘আজ একটা মজার ঘটনা ঘটেছিল। আমাদের টিম বয় ভাই বলল, ‘‘ভাইয়া, তুমি আজ ৪ উইকেট নাও।’’ আমি হেসে বললাম, চাইলে বেশি চাও, ৮ উইকেটও হতে পারত! কিন্তু ৭ উইকেট পেয়েছি, এটাই অনেক আনন্দের।’
এমন দুর্দান্ত বোলিংয়ের দিনেও দলের খেলোয়াড়দের বকেয়া পারিশ্রমিক নিয়ে উত্তর দিতে হলো তাসকিনকে, ‘আমাদের কাছ থেকে সময় নিয়েছে পেমেন্ট দেওয়ার (ফ্র্যাঞ্চাইজি। আশা করি দিয়ে দেবে। ক্রিকেটার হিসেবে বিশ্বাস তো রাখতে হচ্ছে (তাদের ওপর।’
দুর্দান্ত এক রেকর্ড গড়েছেন তাসকিন আহমেদ। আজ বিপিএলে প্রথম বোলার হিসেবে এক ইনিংসে ৭ উইকেট নিয়ে গড়া রেকর্ড উৎসর্গ করেছেন ছেলে তাশফিনকে।
মিরপুরে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তাসকিন বলেন, ‘যদি ভালো উইকেট পাই, আমার ছেলে এবং বাবা খুশি হয়। নিঃসন্দেহে ওদের সমর্থন আমার বড় অনুপ্রেরণা। যেদিন আমি ভালো বোলিং করতে পারি না, তখন তাশফিন মন খারাপ করে। আজকে নিশ্চিত, সে অনেক খুশি। এটা তাশফিনের জন্যই।’
তাসকিনের মুখে শোভা পাচ্ছে বেশ পুরো গোঁফ! দেখলে অজি পেসার মনে হয়—সংবাদ সম্মেলন থেকে বের হওয়ার সময় শুনে হাসলেন রাজশাহীর পেসার। সাম্প্রতিক হেয়ার স্টাইলটা আশি-নব্বই দশকের, ঘাড় পর্যন্ত লম্বা চুল। চুল-গোঁফে নতুন যে ‘লুক’টা দেখা যাচ্ছে, এটির পেছনের গল্প তিনি সংবাদ সম্মেলনে শুনিয়েছেন এভাবে, ‘বাবার ছোটবেলার একটা ছবি দেখলাম মোচ-টোচ রাখা, ভাবলাম আমিও রেখে দেখি কিছুদিন।’
৭ উইকেট যে তিনি পাবেন, এটা নাকি ভাবনাতেও ছিল তাসকিনের! সেটির পেছনেও একটা মজার গল্প আছে। শুনুন তাসকিনের কাছ থেকেই, ‘আজ একটা মজার ঘটনা ঘটেছিল। আমাদের টিম বয় ভাই বলল, ‘‘ভাইয়া, তুমি আজ ৪ উইকেট নাও।’’ আমি হেসে বললাম, চাইলে বেশি চাও, ৮ উইকেটও হতে পারত! কিন্তু ৭ উইকেট পেয়েছি, এটাই অনেক আনন্দের।’
এমন দুর্দান্ত বোলিংয়ের দিনেও দলের খেলোয়াড়দের বকেয়া পারিশ্রমিক নিয়ে উত্তর দিতে হলো তাসকিনকে, ‘আমাদের কাছ থেকে সময় নিয়েছে পেমেন্ট দেওয়ার (ফ্র্যাঞ্চাইজি। আশা করি দিয়ে দেবে। ক্রিকেটার হিসেবে বিশ্বাস তো রাখতে হচ্ছে (তাদের ওপর।’
অস্ট্রেলিয়ার ডারউইনে টপ এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টের পর বাংলাদেশ ‘এ’ দল চার দিনের একটি ম্যাচ খেলবে দক্ষিণ অস্ট্রেলিয়ার বিপক্ষে। ২০২৬ সালে জাতীয় দলের অস্ট্রেলিয়া সফর সামনে রেখে নির্বাচকদের পরিকল্পনা হলো, চার দিনের ম্যাচে কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটারকে সুযোগ দেওয়া।
৪ মিনিট আগেআন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার রান তাড়া করে জয়ের রেকর্ড ছিল ১৫৮। ২০০৯ সালে ব্রিসবেনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এবং ২০২২ সালে পার্থে শ্রীলঙ্কার বিপক্ষে এই রান তাড়া করে জিতেছিল অস্ট্রেলিয়া। সেই রেকর্ড ভেঙে গতকাল কেয়ার্নসে নতুন রেকর্ড গড়ল অস্ট্রেলিয়া।
১৪ ঘণ্টা আগেপাকিস্তান শাহিনসের কাছে বাজেভাবে হেরে অস্ট্রেলিয়ায় টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছিল বাংলাদেশ ‘এ’। তবে দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। আজ ডারউইনে নেপাল জাতীয় দলকে হারিয়েছে ৩২ রানে।
১৬ ঘণ্টা আগেআসছে অক্টোবরে আফগানিস্তানের বিপক্ষে সংযুক্ত আরব আমিরাতে সাদা বলের সিরিজ খেলবে বাংলাদেশ। ৩টি টি-টোয়েন্টি ও সমান ম্যাচের একটি ওয়ানডে সিরিজের সূচিও গতকাল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।
১৭ ঘণ্টা আগে