Ajker Patrika

ডাকের রেকর্ডে মাশরাফি-সৌম্যদের সঙ্গে পাল্লা দিচ্ছেন লিটন

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ০২ জানুয়ারি ২০২৫, ১৭: ৫২
বিপিএলে ১০ বার ডাক মেরেছেন লিটন দাস। ছবি: ফেসবুক
বিপিএলে ১০ বার ডাক মেরেছেন লিটন দাস। ছবি: ফেসবুক

এই ভালো তো, এই খারাপ-লিটন দাসের অবস্থা এমনই। ধারাবাহিকভাবে পারফর্ম করার অভ্যাসটা তিনি এখনো রপ্ত করতে পারেননি। মিরপুরে আজ তিনি আউট হয়েছেন রানের খাতা খোলার আগেই। তাতে এক বিব্রতকর রেকর্ডে নাম উঠে গেছে বাংলাদেশের এই ব্যাটারের। তাতে মাশরাফি বিন মর্তুজা, সৌম্য সরকারের আরও কাছে পৌঁছালেন লিটন।

ঢাকা ক্যাপিটালসের হয়ে এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলছেন লিটন। দুর্বার রাজশাহীর বিপক্ষে আজ ৫ বল খেলেও কোনো রান করতে পারেননি। ইনিংসের দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে তিনি আউট হয়েছেন তাসকিন আহমেদের বলে। তাতে বিপিএল ইতিহাসে ১০ বার শূন্য রানে আউট হয়েছেন লিটন। যা টুর্নামেন্টের ইতিহাসে যৌথভাবে তৃতীয় সর্বোচ্চ। লিটনের সমান ১০ বার ডাক মেরেছেন ইমরুল কায়েস।

বিপিএলে সবচেয়ে বেশি ১৩ বার শূন্য রানে আউট হওয়ার বিব্রতকর রেকর্ডটি করেছেন এনামুল হক বিজয়। এবারের বিপিএলে তিনি দুর্বার রাজশাহীর অধিনায়ক। ১১ বার ডাক মেরে যৌথভাবে দুইয়ে মাশরাফি ও সৌম্য। যেখানে এবার মাশরাফির সিলেট স্ট্রাইকার্সের হয়ে খেলার কথা থাকলেও খেলছেন না।

লিটনের ডাকের দিন রেকর্ড বই তছনছ করে দিয়েছেন তাসকিন। ৪ ওভারে ১৯ রানে ৭ উইকেট নিয়েছেন তাসকিন। সব মিলিয়ে স্বীকৃত টি-টোয়েন্টিতে এটা তৃতীয় সেরা বোলিং। বিপিএল ইতিহাসে তাসকিনেরটাই সেরা। তাঁর রেকর্ড গড়া বোলিংয়ের দিন টস জিতে প্রথমে ব্যাটিং নিয়ে ২০ ওভারে ৯ উইকেটে ১৭৪ রান করেছে ঢাকা। ইনিংস সর্বোচ্চ ৫০ রান করেন শাহাদাত হোসেন দীপু। ৪১ বলের ইনিংসে মেরেছেন ৭ চার। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৯.১ ওভারে ৩ উইকেটে ৭৩ রান করেছে রাজশাহী।

বিপিএলে সর্বোচ্চ পাঁচটি ডাকের রেকর্ড
নামডাক
এনামুল হক বিজয়১৩
মাশরাফি বিন মর্তুজা১১
সৌম্য সরকার১১
লিটন দাস১০
ইমরুল কায়েস১০
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

রাবির অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

বিশ্ববিদ্যালয়ের কোন নিয়ম ভঙ্গের জন্য ট্রান্স নারী শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার, জানতে চান ১৬২ নাগরিক

টাইফয়েড টিকাদান কর্মসূচি পেছাল, পাবে ৫ কোটি শিশু-কিশোর

রাশিয়া খুবই বড় শক্তি, চুক্তি ছাড়া ইউক্রেনের কোনো গতি নেই: ট্রাম্প

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত