অনলাইন ডেস্ক
মিরপুরে ঠাণ্ডা বিকেলে আগুন ঝড়ানো বোলিং করেছেন তাসকিন আহমেদ। ৭ উইকেট নিয়ে রেকর্ড বই তছনছ করে দিয়েছেন। বোলিংয়ের পর বাকি কাজটুকু সেরেছেন দুর্বার রাজশাহীর ব্যাটাররা। ব্যাটিং, বোলিং সব বিভাগেই রাজশাহী খেলেছে দুর্বার রাজশাহীর মতো।
ঢাকা ক্যাপিটালস, দুর্বার রাজশাহী দুটি দলই হার দিয়ে শুরু করে এবারের বিপিএল। টুর্নামেন্টে প্রথম জয়ের লক্ষ্যেই আজ মিরপুরে খেলতে নামে দল দুটি। তবে রাজশাহী যেভাবে জ্বলে উঠেছে, তাতে পাত্তাই পায়নি ঢাকা। ১১ বল হাতে রেখে ৭ উইকেটের বিশাল জয় পেয়েছে রাজশাহী। অন্যদিকে ঢাকা দুই ম্যাচের দুটিতেই হেরেছে।
১৭৫ রানের লক্ষ্যে নেমে ১৩ রানেই ভেঙে যায় রাজশাহীর উদ্বোধনী জুটি। ইনিংসের পঞ্চম বলে মোহাম্মদ হারিসকে ফিরিয়েছেন মোস্তাফিজুর রহমান। তিন নম্বরে ব্যাটিংয়ে নামেন অধিনায়ক এনামুল হক বিজয়। একপ্রান্তে তিনি আক্রমণাত্মক ব্যাটিং করলেও তাঁর সঙ্গী জিসান আলম থাকেন নিষ্ক্রিয়। ৮ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি জিসান।
দুই ওপেনার জিসান, হারিসের বিদায়ে রাজশাহীর স্কোর হয়ে যায় ৩.৫ ওভারে ২ উইকেটে ৩১ রান। তৃতীয় উইকেটে এরপর ইয়াসির আলী চৌধুরী রাব্বির সঙ্গে ৪২ রানের জুটি গড়তে অবদান রাখেন বিজয়। তবে এই জুটি খেলেছে ৩৩ বল। দশম ওভারের প্রথম বলে ইয়াসিরকে ফিরিয়ে জুটি ভাঙেন আলাউদ্দিন বাবু।
৭৩ রানে রাজশাহী ৩ উইকেট হারানোর পর ব্যাটিংয়ে নামেন রায়ান বার্ল। বিজয় ও বার্ল ধীরেসুস্থে জুটি গড়তে থাকেন। সময়ের সঙ্গে সঙ্গে তারা হয়েছেন আক্রমণাত্মক। ঢাকার বোলারদের বেধড়ক পিটিয়ে দুজনেই ফিফটি তুলে নিয়েছেন। চতুর্থ উইকেটে বিজয়-বার্ল গড়েছেন ৫৬ বলে ১০৬ রানের অবিচ্ছেদ্য জুটি। ১৯তম ওভারের প্রথম বলে মুকিদুল ইসলাম মুগ্ধকে ছক্কা মেরে রাজশাহীকে জয়ের বন্দরে নিয়ে যান বিজয়। ইনিংস সর্বোচ্চ ৭৩ রান এসেছে তাঁর ব্যাটেই। ৪৬ বলের ইনিংসে ৯ চার ও ৩ ছক্কা মেরেছেন তিনি। বার্ল আরও বিধ্বংসী ব্যাটিং করেছেন। ৩৩ বলে ৫ চার ও ৩ ছক্কায় করেন ৫৫ রান। ঢাকার মোস্তাফিজ, বাবু, মুগ্ধ নিয়েছেন একটি করে উইকেট।
এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ঢাকা ক্যাপিটালস অধিনায়ক থিসারা পেরেরা। তবে তাসকিনের আক্রমণাত্মক বোলিংয়ে দিশেহারা হয়ে পগে ঢাকা। ৪ ওভারে ১৯ রানে ৭ উইকেট নিয়ে বিপিএল ইতিহাসে সেরা বোলিং করেন তাসকিন। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৭৪ রান করেছে ক্যাপিটালস। ইনিংস সর্বোচ্চ ৫০ রান করেন শাহাদাত হোসেন দীপু। ৪১ বলের ইনিংসে মেরেছেন ৭ চার। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন তাসকিন।
মিরপুরে ঠাণ্ডা বিকেলে আগুন ঝড়ানো বোলিং করেছেন তাসকিন আহমেদ। ৭ উইকেট নিয়ে রেকর্ড বই তছনছ করে দিয়েছেন। বোলিংয়ের পর বাকি কাজটুকু সেরেছেন দুর্বার রাজশাহীর ব্যাটাররা। ব্যাটিং, বোলিং সব বিভাগেই রাজশাহী খেলেছে দুর্বার রাজশাহীর মতো।
ঢাকা ক্যাপিটালস, দুর্বার রাজশাহী দুটি দলই হার দিয়ে শুরু করে এবারের বিপিএল। টুর্নামেন্টে প্রথম জয়ের লক্ষ্যেই আজ মিরপুরে খেলতে নামে দল দুটি। তবে রাজশাহী যেভাবে জ্বলে উঠেছে, তাতে পাত্তাই পায়নি ঢাকা। ১১ বল হাতে রেখে ৭ উইকেটের বিশাল জয় পেয়েছে রাজশাহী। অন্যদিকে ঢাকা দুই ম্যাচের দুটিতেই হেরেছে।
১৭৫ রানের লক্ষ্যে নেমে ১৩ রানেই ভেঙে যায় রাজশাহীর উদ্বোধনী জুটি। ইনিংসের পঞ্চম বলে মোহাম্মদ হারিসকে ফিরিয়েছেন মোস্তাফিজুর রহমান। তিন নম্বরে ব্যাটিংয়ে নামেন অধিনায়ক এনামুল হক বিজয়। একপ্রান্তে তিনি আক্রমণাত্মক ব্যাটিং করলেও তাঁর সঙ্গী জিসান আলম থাকেন নিষ্ক্রিয়। ৮ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি জিসান।
দুই ওপেনার জিসান, হারিসের বিদায়ে রাজশাহীর স্কোর হয়ে যায় ৩.৫ ওভারে ২ উইকেটে ৩১ রান। তৃতীয় উইকেটে এরপর ইয়াসির আলী চৌধুরী রাব্বির সঙ্গে ৪২ রানের জুটি গড়তে অবদান রাখেন বিজয়। তবে এই জুটি খেলেছে ৩৩ বল। দশম ওভারের প্রথম বলে ইয়াসিরকে ফিরিয়ে জুটি ভাঙেন আলাউদ্দিন বাবু।
৭৩ রানে রাজশাহী ৩ উইকেট হারানোর পর ব্যাটিংয়ে নামেন রায়ান বার্ল। বিজয় ও বার্ল ধীরেসুস্থে জুটি গড়তে থাকেন। সময়ের সঙ্গে সঙ্গে তারা হয়েছেন আক্রমণাত্মক। ঢাকার বোলারদের বেধড়ক পিটিয়ে দুজনেই ফিফটি তুলে নিয়েছেন। চতুর্থ উইকেটে বিজয়-বার্ল গড়েছেন ৫৬ বলে ১০৬ রানের অবিচ্ছেদ্য জুটি। ১৯তম ওভারের প্রথম বলে মুকিদুল ইসলাম মুগ্ধকে ছক্কা মেরে রাজশাহীকে জয়ের বন্দরে নিয়ে যান বিজয়। ইনিংস সর্বোচ্চ ৭৩ রান এসেছে তাঁর ব্যাটেই। ৪৬ বলের ইনিংসে ৯ চার ও ৩ ছক্কা মেরেছেন তিনি। বার্ল আরও বিধ্বংসী ব্যাটিং করেছেন। ৩৩ বলে ৫ চার ও ৩ ছক্কায় করেন ৫৫ রান। ঢাকার মোস্তাফিজ, বাবু, মুগ্ধ নিয়েছেন একটি করে উইকেট।
এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ঢাকা ক্যাপিটালস অধিনায়ক থিসারা পেরেরা। তবে তাসকিনের আক্রমণাত্মক বোলিংয়ে দিশেহারা হয়ে পগে ঢাকা। ৪ ওভারে ১৯ রানে ৭ উইকেট নিয়ে বিপিএল ইতিহাসে সেরা বোলিং করেন তাসকিন। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৭৪ রান করেছে ক্যাপিটালস। ইনিংস সর্বোচ্চ ৫০ রান করেন শাহাদাত হোসেন দীপু। ৪১ বলের ইনিংসে মেরেছেন ৭ চার। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন তাসকিন।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার রান তাড়া করে জয়ের রেকর্ড ছিল ১৫৮। ২০০৯ সালে ব্রিসবেনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এবং ২০২২ সালে পার্থে শ্রীলঙ্কার বিপক্ষে এই রান তাড়া করে জিতেছিল অস্ট্রেলিয়া। সেই রেকর্ড ভেঙে গতকাল কেয়ার্নসে নতুন রেকর্ড গড়ল অস্ট্রেলিয়া।
১৪ ঘণ্টা আগেপাকিস্তান শাহিনসের কাছে বাজেভাবে হেরে অস্ট্রেলিয়ায় টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছিল বাংলাদেশ ‘এ’। তবে দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। আজ ডারউইনে নেপাল জাতীয় দলকে হারিয়েছে ৩২ রানে।
১৫ ঘণ্টা আগেআসছে অক্টোবরে আফগানিস্তানের বিপক্ষে সংযুক্ত আরব আমিরাতে সাদা বলের সিরিজ খেলবে বাংলাদেশ। ৩টি টি-টোয়েন্টি ও সমান ম্যাচের একটি ওয়ানডে সিরিজের সূচিও গতকাল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।
১৭ ঘণ্টা আগেএএফসি চ্যাম্পিয়নস লিগে একই গ্রুপে পড়েছে ভারতীয় ক্লাব এফসি গোয়া ও সৌদি ক্লাব আল নাসর। সব ঠিক থাকলে ভারতে আসছেন ক্রিস্টিয়ানো রোনালদো। সেজন্য ম্যাচটি রূপ নিয়েছে ঐতিহাসিকে। এফসি গোয়ার প্রধান নির্বাহী রবি পুষ্কুরের কাছে তা জীবনে একবার আসার মতো মুহূর্ত।
১৮ ঘণ্টা আগে