আজ থেকে চার নারীর লড়াইয়ের গল্পে ‘অচিনপুর’
আজ থেকে বাংলাভিশনে শুরু হচ্ছে ধারাবাহিক নাটক ‘অচিনপুর’। নাটকের গল্পে দেখা যাবে, অচিনপুর গ্রামের প্রেমানন্দ কলেজের মেয়েদের ইভ টিজিং করে বখাটেরা। সেটার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে অচিনপুর গ্রামের চার মেয়ে চাঁদনি, নাজমা, কালসি ও লাইলি ফিমেল ফাইটার্স নামে একটি দল গঠন করে।