হ্যারি পটার তারকা রুপার্ট গ্রিন্ট করের মামলায় ফেঁসেছেন। হ্যারি পটার সিরিজে তিনি রোনাল্ড বিলিয়াস উইজলির চরিত্রে অভিনয় করেছেন। আদালত তাঁকে ১৮ লাখ পাউন্ড (২৭ কোটি ৩০ লাখ টাকার বেশি) কর দেওয়ার নির্দেশ দিয়েছেন।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৯ সালে রুপার্ট গ্রিন্ট এইচএম রেভিনিউ অ্যান্ড কাস্টমসের সঙ্গে একটি আইনি লড়াইয়ে পরাজিত হন। ২০১১–১২ কর বছরের কর বিবরণী নিয়ে তদন্তের পর তাঁকে এই পরিমাণ অর্থ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
৩৬ বছর বয়সী গ্রিন্টের আইনজীবীরা পরে আপিল করেন। তাঁরা দাবি করেন, তাঁদের মক্কেল একটি কোম্পানি থেকে যে অর্থ পেয়েছিলেন, তা সঠিকভাবে মূলধনী সম্পত্তি হিসেবে কর দেওয়া হয়েছে। তবে কর কর্তৃপক্ষ বলে যে, এই পরিমাণ অর্থ উচ্চ হারে কর আদায়যোগ্য। কিন্তু গ্রিন্টের এই যুক্তি খারিজ করে দিয়েছেন ট্রাইব্যুনালের বিচারক।
গ্রিন্ট একটি কোম্পানি থেকে ৪৫ লাখ পাউন্ড পেয়েছিলেন। এই কোম্পানি তাঁর ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করত। তিনি দাবি করেন, এই অর্থ একটি ‘মূলধনী সম্পদ’ এবং তাই এটি মূলধনী মুনাফা করের আওতায় পড়ে।
কিন্তু কর কর্তৃপক্ষ যুক্তি দিয়েছে, এই অর্থ ফি হিসেবে শ্রেণিবদ্ধ হওয়া উচিত। তদন্তের পরে গ্রিন্টকে অতিরিক্ত ১৮ লাখ ১ হাজার ৬০ পাউন্ড কর পরিশোধের নির্দেশ দেওয়া হয়।
স্কাই নিউজের প্রতিবেদন অনুযায়ী, গ্রিন্টের আইনজীবীরা লন্ডনের ফার্স্ট–টায়ার ট্রাইব্যুনালে ২০২২ সালের নভেম্বর এবং ডিসেম্বরে শুনানিতে কর কর্তৃপক্ষের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেন।
ট্রাইব্যুনালের বিচারক হ্যারিয়েট মর্গানের সিদ্ধান্ত অনুযায়ী, এই অর্থ ‘মূলত গ্রিন্ট তাঁর কাজের পারিশ্রমিক হিসেবে পেয়েছিলেন’ এবং এটি ‘অন্যভাবে আয় হিসেবে দেখানো হয়েছিল’। এর ফলে গ্রিন্টের আপিল খারিজ হয়ে যায়।
২০১৯ সালে গ্রিন্ট কর বিবরণী সংক্রান্ত আরেকটি মামলায় হেরে গিয়েছিলেন। ওই সময় তাঁকে ১০ লাখ পাউন্ড পরিশোধ করতে হয়।
রুপার্ট গ্রিন্ট ২০০১ সালে ১২ বছর বয়সে ‘হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফারস স্টোন’ চলচ্চিত্রে রোনাল্ড বিলিয়াস উইজলির চরিত্রে অভিনয় করেন। রোনাল্ড উইজলি জে কে রাউলিং–এর হ্যারি পটার সিরিজের একটি জনপ্রিয় চরিত্র। গ্রিন্ট ২০০১ থেকে ২০১১ পর্যন্ত মুক্তি পাওয়া সবকটি হ্যারি পটার সিনেমায় এই চরিত্রে অভিনয় করেন।
হ্যারি পটার সিরিজের পর গ্রিন্ট ‘ইনটু দ্য হোয়াইট’ এবং ‘নক অ্যাট দ্য ক্যাবিন’–এর মতো সিনেমায় অভিনয় করেন। তিনি টিভি এবং থিয়েটারেও কাজ করেছেন। গত চার বছর ধরে তিনি অ্যাপল টিভির সিরিজ ‘সার্ভেন্ট’–এ অভিনয় করছেন।
হ্যারি পটার তারকা রুপার্ট গ্রিন্ট করের মামলায় ফেঁসেছেন। হ্যারি পটার সিরিজে তিনি রোনাল্ড বিলিয়াস উইজলির চরিত্রে অভিনয় করেছেন। আদালত তাঁকে ১৮ লাখ পাউন্ড (২৭ কোটি ৩০ লাখ টাকার বেশি) কর দেওয়ার নির্দেশ দিয়েছেন।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৯ সালে রুপার্ট গ্রিন্ট এইচএম রেভিনিউ অ্যান্ড কাস্টমসের সঙ্গে একটি আইনি লড়াইয়ে পরাজিত হন। ২০১১–১২ কর বছরের কর বিবরণী নিয়ে তদন্তের পর তাঁকে এই পরিমাণ অর্থ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
৩৬ বছর বয়সী গ্রিন্টের আইনজীবীরা পরে আপিল করেন। তাঁরা দাবি করেন, তাঁদের মক্কেল একটি কোম্পানি থেকে যে অর্থ পেয়েছিলেন, তা সঠিকভাবে মূলধনী সম্পত্তি হিসেবে কর দেওয়া হয়েছে। তবে কর কর্তৃপক্ষ বলে যে, এই পরিমাণ অর্থ উচ্চ হারে কর আদায়যোগ্য। কিন্তু গ্রিন্টের এই যুক্তি খারিজ করে দিয়েছেন ট্রাইব্যুনালের বিচারক।
গ্রিন্ট একটি কোম্পানি থেকে ৪৫ লাখ পাউন্ড পেয়েছিলেন। এই কোম্পানি তাঁর ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করত। তিনি দাবি করেন, এই অর্থ একটি ‘মূলধনী সম্পদ’ এবং তাই এটি মূলধনী মুনাফা করের আওতায় পড়ে।
কিন্তু কর কর্তৃপক্ষ যুক্তি দিয়েছে, এই অর্থ ফি হিসেবে শ্রেণিবদ্ধ হওয়া উচিত। তদন্তের পরে গ্রিন্টকে অতিরিক্ত ১৮ লাখ ১ হাজার ৬০ পাউন্ড কর পরিশোধের নির্দেশ দেওয়া হয়।
স্কাই নিউজের প্রতিবেদন অনুযায়ী, গ্রিন্টের আইনজীবীরা লন্ডনের ফার্স্ট–টায়ার ট্রাইব্যুনালে ২০২২ সালের নভেম্বর এবং ডিসেম্বরে শুনানিতে কর কর্তৃপক্ষের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেন।
ট্রাইব্যুনালের বিচারক হ্যারিয়েট মর্গানের সিদ্ধান্ত অনুযায়ী, এই অর্থ ‘মূলত গ্রিন্ট তাঁর কাজের পারিশ্রমিক হিসেবে পেয়েছিলেন’ এবং এটি ‘অন্যভাবে আয় হিসেবে দেখানো হয়েছিল’। এর ফলে গ্রিন্টের আপিল খারিজ হয়ে যায়।
২০১৯ সালে গ্রিন্ট কর বিবরণী সংক্রান্ত আরেকটি মামলায় হেরে গিয়েছিলেন। ওই সময় তাঁকে ১০ লাখ পাউন্ড পরিশোধ করতে হয়।
রুপার্ট গ্রিন্ট ২০০১ সালে ১২ বছর বয়সে ‘হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফারস স্টোন’ চলচ্চিত্রে রোনাল্ড বিলিয়াস উইজলির চরিত্রে অভিনয় করেন। রোনাল্ড উইজলি জে কে রাউলিং–এর হ্যারি পটার সিরিজের একটি জনপ্রিয় চরিত্র। গ্রিন্ট ২০০১ থেকে ২০১১ পর্যন্ত মুক্তি পাওয়া সবকটি হ্যারি পটার সিনেমায় এই চরিত্রে অভিনয় করেন।
হ্যারি পটার সিরিজের পর গ্রিন্ট ‘ইনটু দ্য হোয়াইট’ এবং ‘নক অ্যাট দ্য ক্যাবিন’–এর মতো সিনেমায় অভিনয় করেন। তিনি টিভি এবং থিয়েটারেও কাজ করেছেন। গত চার বছর ধরে তিনি অ্যাপল টিভির সিরিজ ‘সার্ভেন্ট’–এ অভিনয় করছেন।
সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন অভিনেতা শাকিব খান। ফেরার আগেই গুছিয়ে নিয়েছেন শিডিউল। দিন দুয়েকের বিশ্রাম সেরেই সে অনুযায়ী শুরু করেছেন কাজ। ৫ অক্টোবর থেকে শাকিব খান শুটিং করছেন সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেডের ‘সোলজার’ সিনেমার।
৪ ঘণ্টা আগেবলিউডে এ বছরের অন্যতম আলোচিত সিনেমা ‘সাইয়ারা’। নতুন জুটি আহান পান্ডে ও অনীত পাড্ডাকে নিয়ে তৈরি সাইয়ারা ব্যবসার অঙ্কে পেছনে ফেলে দিয়েছে জনপ্রিয় অনেক অভিনেতার সিনেমাকে। ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে সর্বোচ্চ ব্যবসাসফল প্রেমের গল্প হিসেবে জায়গা করে নিয়েছে এটি।
৪ ঘণ্টা আগেসংগীতজীবনের ২৫ বছরে এসে বিদায়ের ঘোষণা দিয়েছেন তাহসান। গত ২০ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার মেলবোর্নে এক কনসার্টে তাহসান জানান, মিউজিক ক্যারিয়ারের ইতি টানতে চলেছেন তিনি। তাহসানের হঠাৎ এমন ঘোষণায় ব্যাপক হইচই পড়ে যায়।
৪ ঘণ্টা আগে৮ অক্টোবর পথচলার ২১ বছর পূর্তি উদ্যাপন করতে যাচ্ছে স্টার সিনেপ্লেক্স। ওই দিন স্টার সিনেপ্লেক্সের যেকোনো সিনেমার জন্য একটি টিকিট কিনলে আরেকটি টিকিট ফ্রি পাবেন দর্শকেরা।
১৫ ঘণ্টা আগে