যে কারণে মিউজিক ভিডিও বাদ দিয়েছেন বিয়ন্সে
ক্রেজি ইন লাভ গানের ভিডিওতে বাবলগাম ফোলানো কিংবা হোল্ড আপের ভিডিওতে বেসবল ব্যাট দিয়ে গাড়ি ভাঙচুর—বিয়ন্সের মিউজিক ভিডিওগুলোতে এমন অসাধারণ অনেক দৃশ্য দেখা গেছে। আশির দশকে মাইকেল জ্যাকসন অথবা পরবর্তী সময়ে ম্যাডোনা যেভাবে মিউজিক ভিডিওতে যুগান্তকারী বদল এনেছিলেন, সেই ধারাবাহিকতা বজায় রেখেছেন বিয়ন্সে। ২০১