Ajker Patrika

হাউসফুল ফাইভে পাঁচ নায়িকা

হাউসফুল ফাইভে পাঁচ নায়িকা

বলিউডের আলোচিত কমেডি সিনেমার তালিকায় প্রথম দিকেই আসে ‘হাউসফুল’-এর নাম। ২০১০ সালে মুক্তি পেয়েছিল হাউসফুলের প্রথম পর্ব। দারুণ হিট হওয়ার পর দুই বছরের মাথায় আসে ‘হাউসফুল টু’। এটিও আলোচিত হয়। ২০১৬ সালে ‘হাউসফুল থ্রি’ এবং ২০১৯ সালে আসে সর্বশেষ পর্ব ‘হাউসফুল ফোর’। এ চারটি পর্ব বিশ্বব্যাপী ৮০০ কোটি রুপির বেশি আয় করেছে। চারটি সিনেমা তৈরি হয়েছে আলাদা গল্পে, তবে প্রতিটিতে কমেডি ছিল কমন। মূলত নির্ভেজাল হাস্যরসের কারণেই এক যুগের বেশি সময় ধরে বলিউডের আলোচিত ফ্র্যাঞ্চাইজির তালিকায় রয়েছে হাউসফুলের নাম। এবার এ সিরিজের পঞ্চম সিনেমা নিয়ে আসছেন প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা। 

এতে থাকবেন তিন নায়ক ও পাঁচ নায়িকা। অক্ষয় কুমার, রিতেশ দেশমুখ, অভিষেক বচ্চনের নাম আগেই জানা গিয়েছিল। গতকাল ভারতীয় সংবাদমাধ্যম পিঙ্কভিলা জানিয়েছে, ইতিমধ্যে সিনেমায় যোগ দিয়েছেন পাঁচ নায়িকা। তাঁরা হলেন জ্যাকুলিন ফার্নান্দেজ, নার্গিস ফাখরি, চিত্রাঙ্গদা সিং, সোনম বাজওয়া ও সৌন্দর্য শর্মা। কাল রোববার থেকে লন্ডনে ৪৫ দিনের শুটিং শুরু হচ্ছে। লন্ডনের বিভিন্ন স্থানে কিছু দৃশ্যের শুটিং হবে। এরপর পুরো টিম মিলবে প্রমোদতরিতে। 

জানা গেছে, আগের পর্বগুলোর চেয়ে বৈচিত্র‍্যময় উপায়ে উপস্থাপনা করা হচ্ছে ‘হাউসফুল ফাইভ’-এর গল্প। সিনেমার গল্পের বেশির ভাগটা থাকবে একটি বড় জাহাজে। নানা ঘটনার মধ্য দিয়ে চরিত্ররা মিলিত হবে সেই প্রমোদভ্রমণে। সেখানে নানা নাটকীয় ঘটনা ও কমেডির মধ্য দিয়ে গল্পের রহস্য উন্মোচিত হবে। ফলে এক ছাদের নিচেই এবারের পর্বের মূল গল্প আবর্তিত হবে। সঞ্জয় দত্ত, নানা পাটেকর, ফারদিন খান, চাঙ্কি পান্ডে, জ্যাকি শ্রফ, ডিনো মারিয়ার মতো তারকারাও থাকবেন হাউসফুল ফাইভের গুরুত্বপূর্ণ চরিত্রে।

বলিউড হাঙ্গামার খবরে জানানো হয়েছে, হাউসফুল ফ্র্যাঞ্চাইজির মধ্যে পঞ্চম পর্বের বাজেটই সবচেয়ে বেশি। ৩০০ কোটি রুপি ব্যয়ে তৈরি হবে সিনেমাটি। তাই আয়োজনও বড়। পরিচালনা করছেন তরুণ মনসুখানি। লন্ডনের পর মুম্বাইয়েও সিনেমার একটি বড় অংশের শুটিং হবে। ২০২৫ সালের ৬ জুন মুক্তির উদ্দেশ্যে হাউসফুল ফাইভের কাজ এগিয়ে নিচ্ছেন নির্মাতারা। এটি দিয়ে আবারও কমেডির মোড়কে হাজির হতে যাচ্ছেন অক্ষয়। আশা করা হচ্ছে, হিটের খরা কাটিয়ে হাউসফুল তাঁর ক্যারিয়ারে সাফল্যের জোয়ার আনবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত