Ajker Patrika

আত্মহত্যা করেছেন মালাইকার বাবা

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৪, ২১: ২৮
আত্মহত্যা করেছেন মালাইকার বাবা

আত্মহত্যা করেছেন বলিউড অভিনেত্রী ও মডেল মালাইকা অরোরার বাবা অনিল অরোরা। আজ বুধবার সকালে মুম্বাইয়ের বান্দ্রার একটি ছয়তলা বিল্ডিংয়ের ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করেন তিনি। জানা গেছে, দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন মালাইকার বাবা।

মুম্বাই পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাথমিক অনুসন্ধানের পর তাঁদের মনে হয়েছে অনিল অরোরা আত্মহত্যাই করেছেন। তবে আত্মহত্যার কারণ এখনো স্পষ্ট নয়। এমনকি কোনো সুইসাইড নোটও পাওয়া যায়নি ঘটনাস্থল থেকে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

মালাইকার যখন ১১ বছর বয়স, তখনই তাঁর মা-বাবার বিচ্ছেদ হয়ে যায়। কিন্তু বিগত কয়েক বছর ধরে তাঁরা আবার একসঙ্গে থাকছিলেন। মালাইকার মা জয়েস পলিকার্প জানান, অনিল অরোরা প্রতিদিন সকালে বারান্দায় বসে খবরের কাগজ পড়তেন। কিন্তু বুধবার সকাল থেকে তাঁকে ঘরে পাওয়া যাচ্ছিল না। একপর্যায়ে বারান্দায় এসে দেখেন, নিচে পড়ে রয়েছে অনিলের নিথর দেহ।

বাবার মৃত্যুর সংবাদ পেয়ে সঙ্গে সঙ্গে ছুটে যান মালাইকা অরোরা ও তাঁর বোন অমৃতা অরোরা। এ ছাড়া মালাইকার সাবেক স্বামী আরবাজ খান, সাবেক প্রেমিক অর্জুন কাপুরসহ বলিউডের অনেক তারকাও গিয়েছিলেন সেখানে।

 ভারতীয় নৌবাহিনীতে কর্মরত ছিলেন অনিল অরোরা। দুই মেয়ে বিনোদন জগতের পরিচিত মুখ হলেও, নিজে প্রচারের আলো থেকে দূরে থাকতেই পছন্দ করতেন মালাইকার বাবা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

কোটি টাকা ‘ভর্তুকি’র জিম্বাবুয়ে সিরিজে বাংলাদেশ যা পেল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত