শিল্পে–সাহিত্যে ইনডিপেনডেন্স ডে
এই যেমন রোলান্ড এমেরিখের ‘দ্য ইনডিপেনডেন্স ডে’ ছবিটি। উইলিয়াম স্মিথের সে কি অভিনয়! ১৯৯৬ সালে যখন এ ছবি মুক্তি পেল, বাবা তখন কেবল পিএইচডি শেষ করেছে। ছবিটা ঠিক ইতিহাসনির্ভর নয়। ভিনগ্রহের একদল জীব নেমে এল পৃথিবীতে, আক্রমণ করল বিশাল শহরটা। তারপর ধ্বংস করতে থাকল একের পর এক শহর।