বাড়ি কেনাই লক্ষ্য ছিল যে দমকলের
জেমস ম্যাককরমিক। টানা ১০ বছর তিনি সারা বিশ্বে ভুয়া বোমা শনাক্তকরণ যন্ত্র বিক্রি করেছেন। ইরাকে মার্কিন হামলার সময় থেকে শুরু। মাত্র ২০ মার্কিন ডলারের এই ডিভাইস তিনি ৫ হাজার ডলার দামে বিক্রি করেছেন। ব্রিটিশ এই জালিয়াত ভুয়া এই ডিভাইস বেচে অন্তত ৫ কোটি ইউরো আয় করেছেন।