ল-র-ব-য-হ ডেস্ক
এরই মধ্যে দুনিয়ার সবকিছু আবিষ্কার হওয়া শেষ হয়ে যায়নি। এইতো ২০২১ সালের জানুয়ারিতে এসে আবিষ্কার হলো বিশ্বের সবচেয়ে ছোট গিরগিটি।
উত্তর মাদাগাস্কারে আবিষ্কৃত এই ছোট সরীসৃপটির দৈর্ঘ্য মাত্র ২৮ দশমিক ৯ মিলিমিটার। সায়েন্টিফিক রিপোর্টসের ২০২১ সালের জানুয়ারি প্রকাশনায় এই ইটি বিটি গিরগিটিকে পৃথিবীর সবচেয়ে ছোট সরীসৃপ বলে উল্লেখ করা হয়েছে।
কিন্তু এই গিরগিটির একটি বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। তা হলো পুরুষ ইটি বিটির যৌনাঙ্গ তার শরীরের দৈর্ঘ্যের তুলনায় ২০ শতাংশ।
তথ্যসূত্র: বেস্টলাইফঅনলাইন.কম
এরই মধ্যে দুনিয়ার সবকিছু আবিষ্কার হওয়া শেষ হয়ে যায়নি। এইতো ২০২১ সালের জানুয়ারিতে এসে আবিষ্কার হলো বিশ্বের সবচেয়ে ছোট গিরগিটি।
উত্তর মাদাগাস্কারে আবিষ্কৃত এই ছোট সরীসৃপটির দৈর্ঘ্য মাত্র ২৮ দশমিক ৯ মিলিমিটার। সায়েন্টিফিক রিপোর্টসের ২০২১ সালের জানুয়ারি প্রকাশনায় এই ইটি বিটি গিরগিটিকে পৃথিবীর সবচেয়ে ছোট সরীসৃপ বলে উল্লেখ করা হয়েছে।
কিন্তু এই গিরগিটির একটি বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। তা হলো পুরুষ ইটি বিটির যৌনাঙ্গ তার শরীরের দৈর্ঘ্যের তুলনায় ২০ শতাংশ।
তথ্যসূত্র: বেস্টলাইফঅনলাইন.কম
প্রথমে জিন সন্দিহান ছিলেন, কিন্তু বিক্রয়কর্মী তাঁকে আশ্বস্ত করেন। জিন বলেন, ‘তিনি বলেছিলেন, যদি দুই মাসের মধ্যে বিক্রি না হয়, সব টাকা ফেরত দেওয়া হবে।’
২ দিন আগেডলফিনকে প্রাণিজগতের সবচেয়ে বুদ্ধিমান প্রজাতির একটি হিসেবে গণ্য করা হয়। সমুদ্রজীব বিজ্ঞানীদের মতে, ডলফিন শুধু শিকার ধরতে নয়, নিজেদের আনন্দ কিংবা কৌতূহল মেটাতেও নানা ধরনের বুদ্ধি খাটায়। এবার সেই বুদ্ধিমত্তার নতুন এক দিক উঠে এসেছে বিবিসি ওয়ানের নতুন তথ্যচিত্রে—যেখানে দেখা গেছে, তরুণ ডলফিনেরা পাফার মাছ।
৪ দিন আগেতবে এটি মোটেও শখ করে বাজানো হয় না। বরং, নতুন এই ফ্যাশন গরুকে আরামদায়ক রাখার চেষ্টার পাশাপাশি দুধের মান এবং উৎপাদন বাড়ানোর নতুন উপায় হিসেবেও দেখা হচ্ছে। এই প্রবণতা টিকটকসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে এবং কোটি কোটি দর্শক এর ভিডিও দেখে মুগ্ধ হয়েছেন।
৫ দিন আগেগত ১৫ বছরে ব্রিটেনে রাজনৈতিক অস্থিরতার মধ্যে একমাত্র স্থিতিশীলতার প্রতীক ল্যারি—ডাউনিং স্ট্রিটের বিখ্যাত বিড়াল। এই ট্যাবি বিড়াল এরই মধ্যে পাঁচ প্রধানমন্ত্রীর ‘অধীনে’ ডাউনিং স্ট্রিটের ‘চিফ মাউজার’ বা প্রধান ইঁদুর শিকারি হিসেবে দায়িত্ব পালন করে ফেলেছে। বর্তমানে সে ষষ্ঠ প্রধানমন্ত্রীর অধীনে দায়িত্ব
৬ দিন আগে