Ajker Patrika

চাপ কমাতে হ্রদে ঝাঁপ!

ল-র-ব-য-হ ডেস্ক
আপডেট : ২৬ জুন ২০২১, ১০: ০২
চাপ কমাতে হ্রদে ঝাঁপ!

ঢাকা: করোনা, মার্কিন নির্বাচন আর নানাবিধ আন্দোলন। এত চাপ একসঙ্গে নেওয়া যায়? যায় না। তাইতো চাপমুক্তির টনিক খুঁজতে গভীর ভাবনায় মগ্ন শিকাগোর বাসচালক ড্যান ও’কনর।

হঠাৎ ইউরেকা! পাওয়া গেল উপায়। শুরু হলো কাজ। পেশায় বাসচালক ও’কনর ঝাঁপ দেবেন হ্রদে। ২০২০ সালের ১৩ জুন শুরু। সেই যে শুরু, তারপর কি আর থামাথামি আছে? ফক্সনিউজ বলছে, এক দিন দুই দিন নয়; এ ঝাঁপ চালিয়ে গেছেন মাসের পর মাস। 

তীব্র শীত, লেকের পানি জমে বরফ। তাই বলে ও’কনর থেমে যাবেন, তা তা তো হয় না! লেকের একপাশে বরফের ফাঁক গলিয়ে চালিয়ে গেছেন ঝাঁপ। শীত তো নস্যি; বরফে লেগে শরীরের অন্তত ২০ জায়গায় কাটাছেঁড়া দেখেও তিনি অদম্য। 

শুরুর দিকে ঝাঁপ দেওয়ার ছবি-ভিডিও টুইটার ও ইনস্টাগ্রামে পোস্ট করেন ও’কনর। পোস্ট দেখে অনেকেই আনন্দ পেয়েছে, খুশি হয়ে করেছে নানা ইতিবাচক মন্তব্য। এই মন্তব্যে হাওয়া লাগে ডাইভারের আগ্রহের পালে। যেন ‘নাচুনি বুড়ি পেয়েছেন ঢোলের বাড়ি’। 

গত ১২ জুন টানা ৩৬৫তম দিনে ও’কনর ঝাঁপ দেন মিশিগান হ্রদে। দিনটি উদ্‌যাপিতও হয়েছে। অনেকেই তাঁর এই বিশেষ ঝাঁপ দেখতে এসেছেন হ্রদের পাড়ে, জানিয়েছে উচ্ছ্বাস। এ বিষয়ে ও’কনরের মন্তব্য, ‘মানসিক চাপমুক্তির জন্য ঝাঁপ দিয়েছি। আমি শুধু ৩৬তম দিনটি উদ্‌যাপন করতে চেয়েছিলাম।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দাম্পত্য কলহের গুঞ্জন, মুখ খুললেন জাহিদ হাসান

গভর্নর আমাকে বাধ্যতামূলক ছুটি দেওয়ার কে: বিএফআইইউর প্রধান শাহীনুল

‘আপত্তিকর’ ভিডিও: বিএফআইইউর প্রধান শাহীনুলকে বাধ্যতামূলক ছুটিতে পাঠালেন গভর্নর

ছাত্রীকে তিন দিন আটকে রেখে ধর্ষণ, গ্রাম্য সালিসের মাধ্যমে বিয়ে

১৯৭১ সালে বাংলাদেশে পাকিস্তানি সেনাদের যৌন সহিংসতার প্রসঙ্গ জাতিসংঘে তুললেন ভারতীয় দূত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত