ল-র-ব-য-হ ডেস্ক
ডলফিন সামাজিক প্রাণী। এরা দলবদ্ধ হয়ে বসবাস করে। বুদ্ধির মানদণ্ডেও ডলফিনের অবস্থান মানুষের পরেই। পুরুষ বটলনোজ ডলফিনের আরেকটি মজার বৈশিষ্ট্য হলো—এরা মানুষের মতো নাম রাখে, পরস্পরকে আলাদা নামে ডাকে। অন্য কোন প্রাণীর ক্ষেত্রে এমন শোনা যায় না।
গবেষণায় এর প্রমাণও মিলেছে। পশ্চিম অস্ট্রেলিয়ার সোয়ান নদীতে শব্দ ট্র্যাকিং করে এডিথ কোয়ান ইউনিভার্সিটি (ইসিইউ) এবং অস্ট্রেলিয়ার কার্টিন ইউনিভার্সিটির বিজ্ঞানীরা এ গবেষণা করেছেন। তাঁরা এখানে ডলফিনের ৫০০ ধরনের হুইসেল শুনতে পেয়েছেন। ভোকাল কর্ড ব্যবহার করে সবাইকে ভিন্ন নামে ডাকার দক্ষতাও এদের রয়েছে।
কার্টিন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ক্রিস্টিন এরবে বলেন, 'প্রতিটি ডলফিনের জন্য আলাদা হুইসেল থাকে। হুইসেলগুলো একেকজনের নামের মতো। কেউ দল থেকে বিচ্ছিন্ন হলে ওই হুইসেল বাজিয়ে বাকিরা তাকে খুঁজে নেয়।' ভবিষ্যতে আলাদা আলাদা ডলফিনের ওপর গবেষণা চালিয়ে আরও সুনির্দিষ্ট তথ্য পাওয়া যাবে বলেও তিনি উল্লেখ করেন।
ডলফিন সামাজিক প্রাণী। এরা দলবদ্ধ হয়ে বসবাস করে। বুদ্ধির মানদণ্ডেও ডলফিনের অবস্থান মানুষের পরেই। পুরুষ বটলনোজ ডলফিনের আরেকটি মজার বৈশিষ্ট্য হলো—এরা মানুষের মতো নাম রাখে, পরস্পরকে আলাদা নামে ডাকে। অন্য কোন প্রাণীর ক্ষেত্রে এমন শোনা যায় না।
গবেষণায় এর প্রমাণও মিলেছে। পশ্চিম অস্ট্রেলিয়ার সোয়ান নদীতে শব্দ ট্র্যাকিং করে এডিথ কোয়ান ইউনিভার্সিটি (ইসিইউ) এবং অস্ট্রেলিয়ার কার্টিন ইউনিভার্সিটির বিজ্ঞানীরা এ গবেষণা করেছেন। তাঁরা এখানে ডলফিনের ৫০০ ধরনের হুইসেল শুনতে পেয়েছেন। ভোকাল কর্ড ব্যবহার করে সবাইকে ভিন্ন নামে ডাকার দক্ষতাও এদের রয়েছে।
কার্টিন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ক্রিস্টিন এরবে বলেন, 'প্রতিটি ডলফিনের জন্য আলাদা হুইসেল থাকে। হুইসেলগুলো একেকজনের নামের মতো। কেউ দল থেকে বিচ্ছিন্ন হলে ওই হুইসেল বাজিয়ে বাকিরা তাকে খুঁজে নেয়।' ভবিষ্যতে আলাদা আলাদা ডলফিনের ওপর গবেষণা চালিয়ে আরও সুনির্দিষ্ট তথ্য পাওয়া যাবে বলেও তিনি উল্লেখ করেন।
প্রথমে জিন সন্দিহান ছিলেন, কিন্তু বিক্রয়কর্মী তাঁকে আশ্বস্ত করেন। জিন বলেন, ‘তিনি বলেছিলেন, যদি দুই মাসের মধ্যে বিক্রি না হয়, সব টাকা ফেরত দেওয়া হবে।’
১২ ঘণ্টা আগেডলফিনকে প্রাণিজগতের সবচেয়ে বুদ্ধিমান প্রজাতির একটি হিসেবে গণ্য করা হয়। সমুদ্রজীব বিজ্ঞানীদের মতে, ডলফিন শুধু শিকার ধরতে নয়, নিজেদের আনন্দ কিংবা কৌতূহল মেটাতেও নানা ধরনের বুদ্ধি খাটায়। এবার সেই বুদ্ধিমত্তার নতুন এক দিক উঠে এসেছে বিবিসি ওয়ানের নতুন তথ্যচিত্রে—যেখানে দেখা গেছে, তরুণ ডলফিনেরা পাফার মাছ।
২ দিন আগেতবে এটি মোটেও শখ করে বাজানো হয় না। বরং, নতুন এই ফ্যাশন গরুকে আরামদায়ক রাখার চেষ্টার পাশাপাশি দুধের মান এবং উৎপাদন বাড়ানোর নতুন উপায় হিসেবেও দেখা হচ্ছে। এই প্রবণতা টিকটকসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে এবং কোটি কোটি দর্শক এর ভিডিও দেখে মুগ্ধ হয়েছেন।
৩ দিন আগেগত ১৫ বছরে ব্রিটেনে রাজনৈতিক অস্থিরতার মধ্যে একমাত্র স্থিতিশীলতার প্রতীক ল্যারি—ডাউনিং স্ট্রিটের বিখ্যাত বিড়াল। এই ট্যাবি বিড়াল এরই মধ্যে পাঁচ প্রধানমন্ত্রীর ‘অধীনে’ ডাউনিং স্ট্রিটের ‘চিফ মাউজার’ বা প্রধান ইঁদুর শিকারি হিসেবে দায়িত্ব পালন করে ফেলেছে। বর্তমানে সে ষষ্ঠ প্রধানমন্ত্রীর অধীনে দায়িত্ব
৪ দিন আগে