আয়তাকার এই সুইমিংপুলটি কি প্রাকৃতিকভাবে তৈরি
আয়তাকার কাঠামোটি দেখে যে কারও মনে হবে এটি মানুষের তৈরি একটি সুইমিংপুল। কিন্তু যদি বলা হয় এতে কোনো মানুষের হাত পড়েনি, প্রাকৃতিকভাবেই এটি এমন, তখন নিশ্চয় চোখ কপালে উঠবে। সত্যিই কি তাই? এটা এমন নিখুঁত আকারই বা পেল কেমন করে?