Ajker Patrika

গুরুত্বপূর্ণ সড়ক আটকে দিল বল্‌গাহরিণের পাল, যান চলাচল বন্ধ

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৩, ১৪: ৫৮
গুরুত্বপূর্ণ সড়ক আটকে দিল বল্‌গাহরিণের পাল, যান চলাচল বন্ধ

রাস্তা শুধু যানবাহনের দখলে থাকবে তা কি হয়? কখনো কখনো হরিণ কিংবা অন্য কোনো প্রাণীরও সাধ জাগতে পারে রাস্তায় ঘোরাফেরা করে কিছুটা সময় কাটাতে। ইংল্যান্ডের সাফোকের গুরুত্বপূর্ণ এক সড়কের দখল যেমন নিয়ে নিয়েছিল বল্‌গাহরিণের এক পাল। এতে ওই রাস্তায় যানবাহন চলাচলই বন্ধ হয়ে যায়। শেষ পর্যন্ত অবশ্য এগুলো রাস্তা থেকে সরে পড়ে। তাতেই আবার স্বাভাবিক হয় যান চলাচল। 

সাফোকের এ১১ একটি গুরুত্বপূর্ণ সড়ক। সড়কের বার্টন মিলসের পাশের অংশে রোববার ৩টা ২০ মিনিটের দিকে ডেকে আনা হয় পুলিশ সদস্যদের। কারণ রাস্তার আসা-যাওয়ার দুটি পথেই মহানন্দে ঘোরাফেরা করছিল বল্‌গাহরিণের পাল। বাধ্য হয়ে এ সময় সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ করে দেন পুলিশ সদস্যরা। 

ন্যাশনাল হাইওয়ে ইস্ট জানায়, রাস্তায় প্রচুর সংখ্যায় বন্য প্রাণী চলে আসায় কোনো যান চলাচল করতে পারছিল না। তারা আরও জানায়, পুলিশ সদস্যরা ‘প্রাণীগুলোকে ধরার চেষ্টা চালাচ্ছেন’। 

টুইটারে তাঁরা নিশ্চিত করে পুলিশ রাস্তাটির ‘এ ১১৩৪ থেকে এ ১১০১’ অংশের মাঝখানে দুই পাশের যান চলাচল বন্ধ করে দেয় । 

কর্তৃপক্ষ জানায়, বিকেল ৫টা ২০ মিনিটের দিকে রাস্তা ছেড়ে চলে যায় বল্‌গাহরিণের দল। এর পরপরই খুলে দেওয়া হয় রাস্তাটি। 

ইংল্যান্ডে বুনো বল্‌গাহরিণ নেই। অবশ্য স্কটল্যান্ডের কেয়ারংগর্ম পর্বতে মুক্তভাবে বিচরণ করা বল্‌গাহরিণের দেখা মেলে। স্কটল্যান্ড থেকেও বুনো বল্‌গাহরিণ বিলুপ্ত হয়ে গিয়েছিল বহু আগেই। ১৯৫২ সালে কেয়ারংগর্ম পর্বতে বল্‌গাহরিণ ছাড়া হয়।  কিন্তু সেখান থেকে সাফোকের দূরত্ব অনেক। তাই যানবাহন চলাচল আটকে দেওয়া প্রাণীগুলো কোথা থেকে এসেছে তা পরিষ্কার নয়। 

সূত্র: ইভেনিং স্ট্যান্ডার্ড, স্কাই নিউজ

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত