রাস্তা শুধু যানবাহনের দখলে থাকবে তা কি হয়? কখনো কখনো হরিণ কিংবা অন্য কোনো প্রাণীরও সাধ জাগতে পারে রাস্তায় ঘোরাফেরা করে কিছুটা সময় কাটাতে। ইংল্যান্ডের সাফোকের গুরুত্বপূর্ণ এক সড়কের দখল যেমন নিয়ে নিয়েছিল বল্গাহরিণের এক পাল। এতে ওই রাস্তায় যানবাহন চলাচলই বন্ধ হয়ে যায়। শেষ পর্যন্ত অবশ্য এগুলো রাস্তা থেকে সরে পড়ে। তাতেই আবার স্বাভাবিক হয় যান চলাচল।
সাফোকের এ১১ একটি গুরুত্বপূর্ণ সড়ক। সড়কের বার্টন মিলসের পাশের অংশে রোববার ৩টা ২০ মিনিটের দিকে ডেকে আনা হয় পুলিশ সদস্যদের। কারণ রাস্তার আসা-যাওয়ার দুটি পথেই মহানন্দে ঘোরাফেরা করছিল বল্গাহরিণের পাল। বাধ্য হয়ে এ সময় সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ করে দেন পুলিশ সদস্যরা।
ন্যাশনাল হাইওয়ে ইস্ট জানায়, রাস্তায় প্রচুর সংখ্যায় বন্য প্রাণী চলে আসায় কোনো যান চলাচল করতে পারছিল না। তারা আরও জানায়, পুলিশ সদস্যরা ‘প্রাণীগুলোকে ধরার চেষ্টা চালাচ্ছেন’।
টুইটারে তাঁরা নিশ্চিত করে পুলিশ রাস্তাটির ‘এ ১১৩৪ থেকে এ ১১০১’ অংশের মাঝখানে দুই পাশের যান চলাচল বন্ধ করে দেয় ।
কর্তৃপক্ষ জানায়, বিকেল ৫টা ২০ মিনিটের দিকে রাস্তা ছেড়ে চলে যায় বল্গাহরিণের দল। এর পরপরই খুলে দেওয়া হয় রাস্তাটি।
ইংল্যান্ডে বুনো বল্গাহরিণ নেই। অবশ্য স্কটল্যান্ডের কেয়ারংগর্ম পর্বতে মুক্তভাবে বিচরণ করা বল্গাহরিণের দেখা মেলে। স্কটল্যান্ড থেকেও বুনো বল্গাহরিণ বিলুপ্ত হয়ে গিয়েছিল বহু আগেই। ১৯৫২ সালে কেয়ারংগর্ম পর্বতে বল্গাহরিণ ছাড়া হয়। কিন্তু সেখান থেকে সাফোকের দূরত্ব অনেক। তাই যানবাহন চলাচল আটকে দেওয়া প্রাণীগুলো কোথা থেকে এসেছে তা পরিষ্কার নয়।
সূত্র: ইভেনিং স্ট্যান্ডার্ড, স্কাই নিউজ
রাস্তা শুধু যানবাহনের দখলে থাকবে তা কি হয়? কখনো কখনো হরিণ কিংবা অন্য কোনো প্রাণীরও সাধ জাগতে পারে রাস্তায় ঘোরাফেরা করে কিছুটা সময় কাটাতে। ইংল্যান্ডের সাফোকের গুরুত্বপূর্ণ এক সড়কের দখল যেমন নিয়ে নিয়েছিল বল্গাহরিণের এক পাল। এতে ওই রাস্তায় যানবাহন চলাচলই বন্ধ হয়ে যায়। শেষ পর্যন্ত অবশ্য এগুলো রাস্তা থেকে সরে পড়ে। তাতেই আবার স্বাভাবিক হয় যান চলাচল।
সাফোকের এ১১ একটি গুরুত্বপূর্ণ সড়ক। সড়কের বার্টন মিলসের পাশের অংশে রোববার ৩টা ২০ মিনিটের দিকে ডেকে আনা হয় পুলিশ সদস্যদের। কারণ রাস্তার আসা-যাওয়ার দুটি পথেই মহানন্দে ঘোরাফেরা করছিল বল্গাহরিণের পাল। বাধ্য হয়ে এ সময় সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ করে দেন পুলিশ সদস্যরা।
ন্যাশনাল হাইওয়ে ইস্ট জানায়, রাস্তায় প্রচুর সংখ্যায় বন্য প্রাণী চলে আসায় কোনো যান চলাচল করতে পারছিল না। তারা আরও জানায়, পুলিশ সদস্যরা ‘প্রাণীগুলোকে ধরার চেষ্টা চালাচ্ছেন’।
টুইটারে তাঁরা নিশ্চিত করে পুলিশ রাস্তাটির ‘এ ১১৩৪ থেকে এ ১১০১’ অংশের মাঝখানে দুই পাশের যান চলাচল বন্ধ করে দেয় ।
কর্তৃপক্ষ জানায়, বিকেল ৫টা ২০ মিনিটের দিকে রাস্তা ছেড়ে চলে যায় বল্গাহরিণের দল। এর পরপরই খুলে দেওয়া হয় রাস্তাটি।
ইংল্যান্ডে বুনো বল্গাহরিণ নেই। অবশ্য স্কটল্যান্ডের কেয়ারংগর্ম পর্বতে মুক্তভাবে বিচরণ করা বল্গাহরিণের দেখা মেলে। স্কটল্যান্ড থেকেও বুনো বল্গাহরিণ বিলুপ্ত হয়ে গিয়েছিল বহু আগেই। ১৯৫২ সালে কেয়ারংগর্ম পর্বতে বল্গাহরিণ ছাড়া হয়। কিন্তু সেখান থেকে সাফোকের দূরত্ব অনেক। তাই যানবাহন চলাচল আটকে দেওয়া প্রাণীগুলো কোথা থেকে এসেছে তা পরিষ্কার নয়।
সূত্র: ইভেনিং স্ট্যান্ডার্ড, স্কাই নিউজ
তবে এটি মোটেও শখ করে বাজানো হয় না। বরং, নতুন এই ফ্যাশন গরুকে আরামদায়ক রাখার চেষ্টার পাশাপাশি দুধের মান এবং উৎপাদন বাড়ানোর নতুন উপায় হিসেবেও দেখা হচ্ছে। এই প্রবণতা টিকটকসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে এবং কোটি কোটি দর্শক এর ভিডিও দেখে মুগ্ধ হয়েছেন।
১৯ ঘণ্টা আগেগত ১৫ বছরে ব্রিটেনে রাজনৈতিক অস্থিরতার মধ্যে একমাত্র স্থিতিশীলতার প্রতীক ল্যারি—ডাউনিং স্ট্রিটের বিখ্যাত বিড়াল। এই ট্যাবি বিড়াল এরই মধ্যে পাঁচ প্রধানমন্ত্রীর ‘অধীনে’ ডাউনিং স্ট্রিটের ‘চিফ মাউজার’ বা প্রধান ইঁদুর শিকারি হিসেবে দায়িত্ব পালন করে ফেলেছে। বর্তমানে সে ষষ্ঠ প্রধানমন্ত্রীর অধীনে দায়িত্ব
২ দিন আগেডেনমার্কের একটি চিড়িয়াখানা কর্তৃপক্ষ সেখানকার মাংসাশী প্রাণীদের খাদ্য হিসেবে ছোট পোষা প্রাণী দান করার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছে।
৩ দিন আগেচীনের ঐতিহ্যবাহী শাওলিন মঠে নতুন বিধিনিষেধ চালু হওয়ার পর ৩০ জনেরও বেশি সন্ন্যাসী ও কর্মচারী মঠ ছেড়ে চলে গেছেন। নতুন নিযুক্ত মঠাধ্যক্ষ শি ইয়েইনলে কঠোর নিয়ম চালু করায় এই পদত্যাগের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। নতুন নিয়মে মোবাইল ব্যবহারের সময় কমানো, কঠোর খাদ্যাভ্যাস এবং দীর্ঘ কর্মঘণ্টা বাধ্যতামূলক করা...
৩ দিন আগে