বিদায় করতে চাওয়া দেম্বেলেকেই দরকার মনে করছে বার্সা
জানুয়ারির দলবদলে উসমান দেম্বেলেকে নিয়ে বার্সেলোনার অশান্তি এখনো পুরোনো হয়নি। নতুন চুক্তিতে স্বাক্ষর না করলে দেম্বেলেকে দল ছাড়তে বলার কথাও শোনা গিয়েছিল তখন। মাস না পেরোতেই অবশ্য দুই পক্ষের সুর নরম, দলের প্রয়োজনে তাঁকে খেলাতে আপত্তি নেই বার্সা কোচ জাভি হার্নান্দেজের।