গত গ্রীষ্মে শৈশবের ক্লাব বার্সেলোনা ছেড়ে যান লিওনেল মেসি। যোগ দেন ফরাসি ক্লাব পিএসজিতে। নতুন ঠিকানায় মেসি নিজেকে ঠিক কতটা উপভোগ করছেন, সেই প্রশ্ন শুরু থেকেই উঠছে। মাঠের খেলায় অবশ্য এখনো ‘বার্সার মেসি’র’ দেখা মেলেনি।
চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলো থেকে বিদায় নিয়েছে তাঁর দল পিএসজি। প্রথম লেগে ঘরের মাঠে পেনাল্টি মিস করেন মেসি নিজে। রিয়াল মাদ্রিদের বিপক্ষে দ্বিতীয় লেগে হেরে বিদায় নেওয়ার পর ঘরের মাঠে পিএসজি সমর্থকদের দুয়ো শুনতে হয় আর্জেন্টাইন মহাতারকাকে। সব দেখার পর মেসির সাবেক বার্সা সতীর্থ দানি আলভেসের মনে হচ্ছে, পিএসজিতে সুখে নেই মেসি।
এ মৌসুমে নিজের সাবেক ক্লাব বার্সায় ফিরেছেন আলভেস। বার্সায় মেসির সঙ্গে দারুণ জুটি গড়ে উঠেছিল ব্রাজিল তারকার। সতীর্থ থেকে একসময় দুজনের বন্ধুত্ব হয়। একসঙ্গে না খেললেও সেটি টিকে আছে ভালোভাবে। সম্প্রতি ইএসপিএনকে দেওয়া সাক্ষাৎকারে আলভেস বলেন, ‘আমার মনে হয়, মেসি সেখানে (পিএসজিতে) নিজেকে উপভোগ করতে পারছে না। সে সুখে নেই। সে যেন জায়গা হারিয়েছে। আশা করি সে বার্সায় ফিরে আসবে। আমি জানি না এটা সম্ভব কিনা।’
আলভেস যখন বার্সা ছেড়েছিলেন, তখন মেসি প্রিয় সতীর্থকে বার্সাতেই থাকতে বলেছিলেন। সে কথা মনে করিয়ে ৩৮ বছর বয়সী ব্রাজিল তারকা বললেন, ‘মেসি আমাকে বলেছিল যে, তুমি এর চেয়ে ভালো কোথায় পাবে? এবং আমি দেখেছি, কোথাও এর চেয়ে ভালো জায়গা নেই। যখন আমি শুনলাম মেসি বার্সা ছাড়বে, তখন আমি মেসিকে এই একই কথা বলেছিলাম।’
গত গ্রীষ্মে শৈশবের ক্লাব বার্সেলোনা ছেড়ে যান লিওনেল মেসি। যোগ দেন ফরাসি ক্লাব পিএসজিতে। নতুন ঠিকানায় মেসি নিজেকে ঠিক কতটা উপভোগ করছেন, সেই প্রশ্ন শুরু থেকেই উঠছে। মাঠের খেলায় অবশ্য এখনো ‘বার্সার মেসি’র’ দেখা মেলেনি।
চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলো থেকে বিদায় নিয়েছে তাঁর দল পিএসজি। প্রথম লেগে ঘরের মাঠে পেনাল্টি মিস করেন মেসি নিজে। রিয়াল মাদ্রিদের বিপক্ষে দ্বিতীয় লেগে হেরে বিদায় নেওয়ার পর ঘরের মাঠে পিএসজি সমর্থকদের দুয়ো শুনতে হয় আর্জেন্টাইন মহাতারকাকে। সব দেখার পর মেসির সাবেক বার্সা সতীর্থ দানি আলভেসের মনে হচ্ছে, পিএসজিতে সুখে নেই মেসি।
এ মৌসুমে নিজের সাবেক ক্লাব বার্সায় ফিরেছেন আলভেস। বার্সায় মেসির সঙ্গে দারুণ জুটি গড়ে উঠেছিল ব্রাজিল তারকার। সতীর্থ থেকে একসময় দুজনের বন্ধুত্ব হয়। একসঙ্গে না খেললেও সেটি টিকে আছে ভালোভাবে। সম্প্রতি ইএসপিএনকে দেওয়া সাক্ষাৎকারে আলভেস বলেন, ‘আমার মনে হয়, মেসি সেখানে (পিএসজিতে) নিজেকে উপভোগ করতে পারছে না। সে সুখে নেই। সে যেন জায়গা হারিয়েছে। আশা করি সে বার্সায় ফিরে আসবে। আমি জানি না এটা সম্ভব কিনা।’
আলভেস যখন বার্সা ছেড়েছিলেন, তখন মেসি প্রিয় সতীর্থকে বার্সাতেই থাকতে বলেছিলেন। সে কথা মনে করিয়ে ৩৮ বছর বয়সী ব্রাজিল তারকা বললেন, ‘মেসি আমাকে বলেছিল যে, তুমি এর চেয়ে ভালো কোথায় পাবে? এবং আমি দেখেছি, কোথাও এর চেয়ে ভালো জায়গা নেই। যখন আমি শুনলাম মেসি বার্সা ছাড়বে, তখন আমি মেসিকে এই একই কথা বলেছিলাম।’
বসুন্ধরা কিংসের শুরুর একাদশে ছিলেন না কিউবা মিচেল। যা দেখে বিস্মিত হন অনেকেই। শেষ পর্যন্ত ম্যাচের ৬৫ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন ইংল্যান্ড প্রবাসী এই মিডফিল্ডার। তাঁর অভিষেক জয়ে রাঙাল বসুন্ধরা কিংস। সিরিয়ার ক্লাব আল কারামাহকে ১-০ গোলে হারিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের মূলপর্বে জায়গা করে নিয়েছে তারা।
৭ ঘণ্টা আগেপ্রথমবারের মতো আইএল টি-টোয়েন্টিতে খেলার সুযোগ পেয়েছেন মোস্তাফিজুর রহমান। ২ ডিসেম্বর শুরু হতে যাওয়া সংযুক্ত আরব আমিরাতের এই টি-টোয়েন্টি লিগে বাংলাদেশের কাটার মাস্টার খেলবেন দুবাই ক্যাপিটালসের হয়ে।
১২ ঘণ্টা আগেহাতের ব্যাটকে তলোয়ার বানালেন ডেওয়াল্ড ব্রেভিস। কচু কাটা করলেন অস্ট্রেলিয়ার বোলারদের। ৪১ বলে সেঞ্চুরি ছুঁয়ে খেললেন রেকর্ড ১২৫ রানের ইনিংস। আন্তর্জাতিক টি-টোয়েন্টি দক্ষিণ আফ্রিকার পক্ষে সর্বোচ্চ এই ইনিংসই অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ব্যবধান গড়ে দিয়েছে। ৫৩ রানে জিতেছে দক্ষিণ আফ্রিকা।
১৩ ঘণ্টা আগেএকেকটা পাসের পর হতাশা ঝাড়ছিলেন সুলেমান দিয়াবাতে। প্রতিপক্ষে দীর্ঘদেহী ফুটবলারদের সামনে কোনোভাবেই পেরে উঠছিলেন না বাকিরা। যা লড়াই করার তা দেখা গেছে শুধু দিয়াবাতের মধ্যে। দিন শেষে বিফলেই যায় তা। আবাহনী লিমিটেডকে ২-০ গোলে হারিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের মূল পর্বে নাম লিখিয়েছে কিরগিজস্তানের ক্লাব মুরাস ইউন
১৪ ঘণ্টা আগে